• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মায়ের সঙ্গে দুর্দান্ত ভিডিও শ্যুট করে ফের চর্চায় স্বপ্না চৌধুরি, উঠেছে ঝড়ও

মায়ের সঙ্গে দুর্দান্ত ভিডিও শ্যুট করে ফের চর্চায় স্বপ্না চৌধুরি, উঠেছে ঝড়ও

স্বপ্না চৌধুরি ৷ ফাইল ছবি ৷

স্বপ্না চৌধুরি ৷ ফাইল ছবি ৷

দারুণ গানের সঙ্গে সুন্দরী হিসাবেও তিনি বিশেষ নাম করেছেন

 • Share this:

  #মুম্বই: হরিয়ানার ডান্সিং সেনসেশন স্বপ্না চৌধুরি ফের ভাইরাল হয়েছেন ৷ তিনি পরিবারকে খুব ভালবাসেন ৷ এইবার মায়ের সঙ্গে একটি দুর্দান্ত ভিডিও শ্যুট করে চাঞ্চল্য ছড়িয়েছেন তিনি ৷ মায়ের সঙ্গে টিকটক ভিডিও শ্যুট করেছেন ৷ মাও চোখে চশমা চোখে একটি ভিডিও শ্যুট করেছে ৷

  First published: