East Medinipur News: বর্ষার মাঝেই ‘শেষ বৃষ্টি’! এই জেলাতেই তৈরি হল পূর্ণদৈর্ঘের সিনেমা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
গ্রাম বাংলার ছেলে মেয়ে ও নাট্যকর্মীদের নিয়ে এবার তমলুকের কিছু যুবক মিলে তৈরি করল পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি।
তমলুক: বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়। আট থেকে আশি প্রায় সকলেই রিলস, শর্ট ভিডিও বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠার চেষ্টা করে চলেছে। আবার অনেকে এই সব বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জনও করে চলেছেন।
এই ধরনের মাধ্যম চালু হওয়ায় গ্রাম বাংলার বহু প্রতিভাবান মানুষ জনসম্মুখে এসেছেন। গ্রাম বাংলার ছেলে মেয়ে ও নাট্যকর্মীদের নিয়ে এবার তমলুকের কিছু যুবক মিলে তৈরি করল পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি। যার নাম “শেষ বৃষ্টি”। আর এই সিনেমারই পোস্টার উন্মোচন হল।
বর্তমান সময়ে সিঙ্গেল স্ক্রিন সিনেমার বেহাল অবস্থা। কিন্তু তা সত্বেও সম্পূর্ণ মফসলের প্রতিভারা এক হয়ে সম্পূর্ণ দৈর্ঘ্যের একটি থ্রিলার সিনেমা নির্মাণ করল। বাবা ছেলের সম্পর্কে কথা এই থ্রিলার মুভিতে তুলে ধরা হয়েছে বলে জানান সিনেমার পরিচালক। সিনেমাটি আগামী ২৩ জুলাই তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে মুক্তি পাচ্ছে। তার আগে তমলুকের একটি প্রেক্ষাগৃহে সাংবাদিক বৈঠকের পাশাপাশি সিনেমার পোস্টার লাঞ্চ করলো পরিচালক রাকেশ ভৌমিক ও প্রোডাকশন ম্যানেজার, লেখক শুভজিৎ সাহু।
advertisement
advertisement
তমলুক শহর থেকে এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা নির্মাণ হল। এ বিষয়ে নির্মাতারা জানান, ‘গ্রাম বাংলার ছেলে মেয়েদের তুলে ধরার লক্ষ্যে তারা ২০১৮ সাল থেকে এই সিনেমার কাজ শুরু করে। মাঝে কয়েকটা বছর করোনার কারণে কাজ করা সম্ভব হয়নি। শেষমেশ আগামী ২৩ জুলাই তা মুক্তি পেতে চলেছে।
advertisement
গ্রামের কয়েকজন ছেলে মিলে ছবিটি বানানো হয়েছে। জেলার মূলত তমলুক, মহিষাদল, মেচেদার বিশেষ বিশেষ জায়গায় ছবিটির শুট হয়েছে। বাবা ছেলের ভাল-মন্দ সম্পর্কের কাহিনি এই ছবিতে তুলে ধরা হয়েছে। তারা আশা করছেন ছবিটি সব বয়সের মানুষের ভালো লাগবে।
advertisement
Saikat Shee
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 9:02 PM IST