Elvish Yadav: ‘বিগ বস’ জয়ীর ঘরে ৯টি বিষধর সাপ! এলভিশকে গ্রেফতারের পর প্রকাশ্যে আঁতকে ওঠার মতো তথ্য
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Elvish Yadav: অভিযোগ, ‘বিগ বস’ জয়ী এলভিশ যাদব এবং তাঁর সঙ্গীরা মাদক পার্টিতে মাদকদ্রব্য হিসেবে সাপের বিষ সরবরাহ করত। এই ঘটনায় ৬ জন মাদকপাচারকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ এলভিশ যাদবের নামও রয়েছে।
দিন কয়েক আগেই কোটি টাকা চেয়ে উড়ো ফোনের অভিযোগ এনেছিলেন ‘বিগ বস’ বিজেতা এলভিশ যাদব। এবার তাঁর বিরুদ্ধেই উঠছে এক চাঞ্চল্যকর অভিযোগ। আর সেই কারণে তাঁর এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারায় এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ।
অভিযোগ, ‘বিগ বস’ জয়ী এলভিশ যাদব এবং তাঁর সঙ্গীরা মাদক পার্টিতে মাদকদ্রব্য হিসেবে সাপের বিষ সরবরাহ করত। এই ঘটনায় ৬ জন মাদকপাচারকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ এলভিশ যাদবের নামও রয়েছে।
সেক্টর ৫১-এ স্যাফরন ভেন্ডিং ভিলায় একটি মাদক পার্টি সংক্রান্ত তথ্য এসেছিল পুলিশের হাতে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ এবং বন দফতর। ফলে পুলিশ এবং বন দফতরের একটি দল যৌথ ভাবে অভিযান চালায় সেখানে। সেই তল্লাশি অভিযানেই বিষাক্ত সাপ চোরাচালানকারী একটি চক্রকে হাতেনাতে ধরা হয়েছে। আর ওই চোরাচালানকারীদের মধ্যে নাম রয়েছে ‘বিগ বস’ খ্যাত এলভিশ যাদবেরও।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই চক্রটি বিভিন্ন পার্টিতে সাপের বিষ সরবরাহ করত। আর এর জন্য মোটা টাকা দাবি করত তারা। বন দফতরের দলটি ৬ চোরাচালানকারীকে হাতেনাতে ধরেছে। এখানেই শেষ নয়, অভিযুক্তদের কাছ থেকে ২০ থেকে ২৫ মিলিলিটার বিষও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে ৯টি বিষধর সাপও উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৫টি গোখরো সাপ, দু’টি দু’মুখো সাপ, একটি রেড স্নেক এবং একটি অজগর। ১৯৭২ সালের বন্যপ্রাণ রক্ষা আইনের আওতায় বন দফতর মামলা দায়ের করেছে।
advertisement
আসলে এই তথ্য পুলিশ এবং বন দফতরের হাতে তুলে দিয়েছিল পিএফএ। প্রসঙ্গত এই সংগঠনটি পরিচালনা করেন বিজেপি সাংসদ মানেকা গান্ধী। পিএফএ-র তরফে দাবি করা হয়েছিল যে, নয়ডার বিভিন্ন মাদক পার্টি মাদক হিসেবে সাপের বিষ সেবন করা হচ্ছে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, ইউটিউবার এলভিশ যাদব এই ধরনের মাদক পার্টিতে ভিডিও শ্যুট করেন। এছাড়াও এই ধরনের পার্টিতে অংশগ্রহণের জন্য বিদেশি মহিলাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 8:36 AM IST