‘টিউবলাইট’ দেখার ৫ কারণ !

Last Updated:

বলিউডের ইদ মানেই সলমন খান ৷ আর এবারও সলমন খান তাঁর ফ্যানদের একেবারে হতাশ করেননি ৷

#কলকাতা: বলিউডের ইদ মানেই সলমন খান ৷ আর এবারও সলমন খান তাঁর ফ্যানদের একেবারে হতাশ করেননি ৷ একেবারে অন্য ভূমিকায় ইদের ছবি নিয়ে হাজির সলমন ৷ টিউবলাইট ! সুলতান ছবি অসম্ভব সাফল্যের পরেই কবীর খানের সঙ্গে জুটি বেঁধে ফের সলমন শুরু করে দিয়েছিলেন টিউবলাইট ছবির শ্যুটিং ৷ টিউবলাইটের জন্য বহুমাস ধরে লাদাখে ছিলেন সলমন খান !
শেষমেশ শুক্রবার মুক্তি পেতে চলেছে সলমনের টিউবলাইট ৷ ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে ভাই সোহেল খান ও চিনের অভিনেত্রী ঝুঝুকে ! তা কেন দেখবেন এই সলমনের টিউবলাইট !
১) টিউবলাইট দেখার একমাত্র কারণ হতে পারে সলমন খান ৷ বহুদিন ধরেই ছবি বাছাইয়ের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে সলমন নিজেকে ক্রমাগত বদলে ফেলছেন ৷ চরিত্রায়ণের দিক থেকেও সলমন খান নিজেকে বদলে ফেলছেন ৷ হিরোইজম দূর করে, এখন অনেক বেশি সাধারণ সলমন ৷ আর সলমনের এই সাধারণ রূপই বক্স অফিসে করছে বাজিমাত ৷
advertisement
advertisement
২) ইন্দো-চিন যুদ্ধকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছে ‘টিউবলাইট’ ৷ বলিউডের পর্দায় যুদ্ধকে প্রেক্ষাপট তৈরি করে কোনও ছবিই সেভাবে তৈরি হয়নি ৷ তাই ভারত-চিন যুদ্ধ এই ছবির অন্যতম উপাদান হতেই পারে ৷
৩) সুলতান ছবির পর, কবীর খান পরিচালিত ছবি টিউবালইট ৷ কবীর খানের গল্প বলার শৈলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিউবলাইট দেখার ব্যাপারে ৷
advertisement
৪) ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে টিউবলাইট ছবির গান ৷ প্রীতমের সুর কিন্তু এই ছবি থেকে পাওয়া বাড়তি আকর্ষণ হতেই পারে ৷
৫) ভাই সোহেল খানকে সঙ্গে নিয়ে পর্দায় সলমন খান ৷ সঙ্গে চিনের অভিনেত্রী ঝুঝু ৷ সব মিলিয়ে টিউবলাইট কিন্তু কৌতুহল বাড়িয়ে তুলতে যথেষ্ট৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘টিউবলাইট’ দেখার ৫ কারণ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement