Viral Promo: ওজনদার প্রেমের গল্প! ৩৪ পাত্রের প্রত্যাখ্যান, সোহাগের বিশ্বাস শরীর নয় মনকে ভালবাসবে মনের মানুষ, আসছে সোহাগ চাঁদ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Sohag Chand: কালার্স বাংলার নতুন ধারাবাহিক সোহাগ চাঁদ, নাম ভূমিকায় অণ্বেষা চক্রবর্তী ৷
#কলকাতা: কালার্স বাংলার প্রাইম টাইম কাঁপাতে আসছে নতুন গল্প, প্রতিপক্ষের জন্য বড় অস্ত্র শানাচ্ছে কালার্স বাংলা ৷ যদিও এখনও চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের লঞ্চ ডেট বা টাইম ব্যান্ড ঘোষণা করা হয়নি তবেও ধরে নেওয়া হচ্ছে যে প্রাইম টাইমে ঝড় তুলবে নতুন ধারাবাহিক ৷ প্রোমোতেই তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়া নায়িকা নিজেই জানিয়েছেন বহু পাত্র তাঁকে প্রত্যাখ্যান করেছেন কেননা তাঁর ওজন বেশি বলে ৷ ক্রমবর্ধমান চাহিদার সামনে এক বৈষম্যের শিকার হয়েছেন সোহাগ ৷
কেননা ৩৪ জন পাত্রপক্ষ তাঁকে বাতিল করেছে ৷ বাড়র বউ হওয়ার মত, সংসারের কর্তী হওয়ার জন্য একট মেয়ের সমস্ত গুণ থাকার পরেও বা পরিপূরক হওয়ার পরেও বারেবারে পাত্রপক্ষের সামনে অপমানিত হতে হয়েছে ৷ একজন ভাল পাত্রীর মধ্যে সাধারণত কী গুণ দেখতে পাওয়া যায়? শিক্ষাদীক্ষা, বোধবুদ্ধি ঘরে বাইরে সমান তালে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ৷ তিনি কোনও রাজকুমারী নন, আকাশের পরীও নন, সবার ঘরের মেয়ে সোহাগ ৷
advertisement
advertisement
তাই ৩৪ জন পাত্রপক্ষ বাতিল করলেও সোহাগ দৃঢ় বিশ্বাসী যে এমন কেউ আছে যে তাঁর ওজন দেখবেনা দেখবে মন ৷ এই নিয়েই কালার্স বাংলার নতুন ধারাবাহিক সোহাগ চাঁদ ৷ এই নতুন কাহিনির প্রোমো আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ সবাই অপেক্ষা করছে কেননা সোহাগ আসছেন তাঁর দিলদরিয়া ওজনদার প্রেমের গল্প নিয়ে ৷ সোহাগের চরিত্রে অভিনয় করছেন অণ্বেষা চক্রবর্তী ৷ সোহাগ কবে? কীভাবে তাঁর চাঁদের দেখা পাবেন? কীভাবেই বা হবে প্রেমের ষোলোকলা পূর্ণ সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন এটাই ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 11:03 PM IST