Bollywood Movie: বলিউডে পা রাখছেন ভাট পরিবারের সদস্য! মুক্তির অপেক্ষায় '১৯২০: হররস অফ দ্য হার্ট'
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
Bollywood Movie: ভয়ঙ্কর দৃশ্য এবং মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিটিকে ভয়ের করে তুলেছে। অনেকেই দাবি করছেন, গত দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হরর ছবি আর আসেনি।
কলকাতা: ভাট পরিবার সাধারণত দু’ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। একটি রোমান্টিক এবং অন্যটি হরর। তাঁদের রোমান্টিক ছবিগুলি যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, একইভাবে হররে তাঁদের জুড়ি মেলা ভার। ‘১৯২০: হররস অফ দ্য হার্ট’কে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর হরর মুভিগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।
ভয়ঙ্কর দৃশ্য এবং মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিটিকে ভয়ের করে তুলেছে। অনেকেই দাবি করছেন, গত দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হরর ছবি আর আসেনি। এই ছবির ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে, আভিকা গৌর এবং কেতকি কুলকার্নির অভিনয়ে তাঁদের ভয়ঙ্কর অবতারে দেখা যাচ্ছে। এটি আভিকা গৌরের বলিউড ডেবিউ ফিল্ম। যিনি ‘বালিকা বধূ’তে আনন্দীর ভূমিকায় অভিনয় করার পর জনপ্রিয় হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন-সর্বনাশ হয়ে গেল পরীমণির! অন্য মহিলার সঙ্গে স্বামীর গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড়! এবার কী হবে?
advertisement
বিক্রম ভাট প্রোডাকশনের ব্যানারে প্রযোজিত ‘১৯২০: হররস অফ দ্য হার্ট’-এর কাস্টে বলিউড ডেব্যুট্যান্ট আভিকা গৌরকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ছবিতে আভিকা গৌরের সঙ্গে দেখা যাবে রাহুল দেব, কেতকি কুলকার্নি, বরখা বিশ্ত, অমিত বহল এবং অবতার গিলকেও। ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণা ভাট। এই ছবির মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে কৃষ্ণা ভাটের। এটি বিক্রম ভাট প্রোডাকশনের একটি দুর্দান্ত ছবি প্রমাণিত হবে বলে আশা নির্মাতাদের।
advertisement
ভাট ক্যাম্প যেমন নানা ধরণের ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। হরর ফিল্মের জগতে একের পর এক ভয়ের ছবি দিয়ে তারা দর্শকদের আগে বহুবার চমকে দিয়েছেন। সেই তালিকায় যুক্ত হতে চলেছে ‘১৯২০: হরর অফ দ্য হার্টস’। ছবিটি মুক্তি পাবে ২৩ জুন। তাই দর্শকের দরবারে ভয়ের টোকা দেওয়া আর মাত্র অল্প সময়ের প্রতীক্ষা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 9:18 AM IST