বিতর্কের মাঝেই ‘পদ্মাবত’-এর নতুন পোস্টার শেয়ার করলেন দীপিকা, রণবীর, শাহিদ
Last Updated:
বিতর্ক চলছে ৷ রোজই নানা হুমকি উড়ে আসছে ‘পদ্মাবত’-এর কাছে ৷ সেন্সর বোর্ডের শর্ত মেনে নাম বদলেছে পদ্মাবতী থেকে পদ্মাবত!
#মুম্বই: বিতর্ক চলছে ৷ রোজই নানা হুমকি উড়ে আসছে ‘পদ্মাবত’-এর কাছে ৷ সেন্সর বোর্ডের শর্ত মেনে নাম বদলেছে পদ্মাবতী থেকে পদ্মাবত! সেন্সর শর্ত দিয়েছে আরও ৷ ছবির শান্তিতে মুক্তির জন্য সব কিছুই মেনে নিয়েছে ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি ৷ তাই খুশির মেজাজে ছবির তিন মুখ্য অভিনেতা দীপিকা, রণবীর ও শাহিদ ৷ ট্যুইটারে শেয়ার করলেন ছবির নতুন পোস্টার !
নাম বদলে পদ্মাবতী থেকে পদ্মাবত ! সেন্সর বোর্ডের সব শর্ত মেনে নিয়েছেন ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি ৷ আর তারপরই ছবির মুক্তির দিন ২৫ জানুয়ারি ঠিক হয়েছিল ৷ কিন্তু তাতেও যেনবিতর্ক থামছে না পদ্মাবত নিয়ে ৷ একের পর এক বিরোধ চলছেই এই ছবিকে ঘিরে৷ ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়ায় ছবির মুক্তি না পাওয়ার নির্দেশ জারি হয়েছে ৷ আর এবার চিতোরগরের ক্ষত্রিয় পরিবারের মহিলারা ছবির মুক্তির প্রতিবাদ করে জানালেন, পদ্মাবত মুক্তি বন্ধ করা না হলে ‘জওহর’ অর্থাৎ আত্মহুতির পথ নেবে ক্ষত্রিয় মহিলারা !
advertisement
advertisement
পদ্মাবতী থেকে হয়েছে পদ্মাবত ৷ সেন্সর বোর্ডের সমস্ত নিয়ম মানতেও রাজি হয়েছে ‘পদ্মাবতী’ ছবির পরিচালক বনশালি থেকে প্রযোজক সংস্থা ৷ আর সে কারণেই ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দীপিকা, রণবীর ও শাহিদের ছবি ‘পদ্মাবত’ ! তবে এতেও সন্তুষ্ট নয়, করণি সেনা ৷ করণি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মাবতী নিয়ে বিরোধ চলবেই ৷ কিছুতেই রিলিজ করতে দেওয়া যাবে না এই ছবিকে ৷ আর সেই কারণেই শুক্রবার মুম্বইয়ে সেন্সর বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হবে করণি সেনা !
advertisement
অন্যদিকে পদ্মাবত ছবির মুক্তি নিয়ে একেবারে খুশি নয় রাজস্থান সরকারও ৷ ‘পদ্মাবত’ ছবিকে রাজস্থানে মুক্তি আটকাতে একেবারে বদ্ধপরিকর৷
সম্প্রতি, কট্টরপন্থী সংগঠনের সভাপতি সুখদেব সিংহ গোগামেদি হুঁশিয়ারি দিয়েছেন, ‘পদ্মাবত’ মুক্তি পেলে তার যে ফল হবে, সেটার জন্য দায়ী থাকবে সেন্সর বোর্ড ও বিজেপি সরকার। অন্য দিকে, করণী সেনার সদস্য লোকেন্দ্র সিংহ কালভি বলেন ‘আগামী ২৭ জানুয়ারি রাজপুত কমিউনিটির সদস্যরা চিতোরগড়ে একটি জমায়েতে অংশ নেবেন। সেখানে রানি পদ্মিণীর স্বার্থত্যাগ সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হবে। তাঁর আত্মত্যাগ বৃথা হতে পারে না।’ তাঁর আহ্বান, ‘যাঁরা এই ছবিটি নিষিদ্ধ করার জন্য আমাদের সিদ্ধান্তের সঙ্গে একমত, সকলে ওই দিন চিতোরগড়ে আসতে পারেন
advertisement
২৮ ডিসেম্বর মেবারের রাজপরিবার ও দুই রাজস্থানী ঐতিহাসিক-সহ সিবিএফসি-র বিশেষ প্যানেল ছবিটি দেখে। তারাই সিবিএফসিকে বেশ কয়েকটি শর্তে ছবি মুক্তির পক্ষে সায় দেয়। শর্তগুলির মধ্যে অন্যতম,
পদ্মাবতী মুক্তির শর্ত
- ছবির নতুন নাম হবে ‘পদ্মাবত’
- ২৬ দৃশ্যে কাটছাঁট
- ‘ঘুমর’গানের শব্দে পরিবর্তন
- জহরব্রতকে মহিমান্বিত করা যাবে না
- ‘এই ছবির বিষয়বস্তুর সঙ্গে কোনও ঐতিহাসিক চরিত্রের মিল নেই’-এই মর্মে ডিসক্লেমার দিতে হবে এবং তা ছবি শুরুর আগে ও বিরতির পর দেখাতে হবে।
advertisement
- ছবিকে U/A সার্টিফিকেট দিতে রাজি সেন্সর বোর্ড
Location :
First Published :
January 14, 2018 7:25 PM IST