Lok Sabha elections 2024: ভোট দিলেন বিশ্বের সবথেকে খর্বকায় মহিলা জ্যোতি, ছোট থেকেই কেন উচ্চতা বাড়েনি তাঁর?

Last Updated:

বিগ বস-এর মতো শোতেও অতিথি প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে তাঁকে৷ সেখানে সঞ্চালক সলমন খান সহ অন্যান্য প্রতিযোগীদের মন জয় করে নিয়েছিলেন তিনি৷

ভোট দিলেন জ্যোতি আমগে৷ ছবি- এএনআই
ভোট দিলেন জ্যোতি আমগে৷ ছবি- এএনআই
নাগপুর: আজ থেকেই গোটা দেশে শুরু হয়ে গেল প্রথম দফার লোকসভা নির্বাচন৷ প্রথম দফায় একুশটি রাজ্যের ১০২টি আসনে ভোটগ্রহণ চলছে৷ এ দিনই মহারাষ্ট্রের নাগপুরে ভোট দিলেন পৃথিবীর সবথেকে খর্বকায় মহিলা জ্যোতি আমগে৷
এই মুহূর্তে দুনিয়ার সবথেকে খর্বকায় মহিলা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন জ্যোতি৷ মাত্র ২ ফুট ৬৩ সেন্টিমিটার উচ্চতা জ্যোতির৷ ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর নাগপুরে জ্যোতির জন্ম হয়েছিল৷
জ্যোতি অ্যাঙ্কোড্রোপ্লাসিয়া রোগে আক্রান্ত৷ এটি আসলে হাড়ের একটা অসুখ৷ যে কারণেই তাঁর শরীরের বৃদ্ধি ঘটেনি৷ ছোটবেলায় কম উচ্চতার জন্য জ্যোতিকে অনেক ব্যঙ্গও করতেন৷ কিন্তু নিজের দুর্বলতাই পরবর্তী সময়ে জ্যোতির শক্তি হয়ে ওঠে৷
advertisement
advertisement
বর্তমানে জ্যোতি মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত৷ একটি আমেরিকান হরর স্টোরি শো-তেও দেখা গিয়েছে জ্যোতিকে৷ তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে৷ আবার বিগ বস-এর মতো শোতেও অতিথি প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে তাঁকে৷ সেখানে সঞ্চালক সলমন খান সহ অন্যান্য প্রতিযোগীদের মন জয় করে নিয়েছিলেন তিনি৷
advertisement
জ্যোতির পরিবারে তাঁর বাবা, মা, দাদা এবং বৌদি রয়েছেন৷ জ্যোতি অবশ্য নিজে বিয়ে করতে চান না৷ তিনি একাই জীবন কাটাতে চান৷ জ্যোতি জানিয়েছেন, তিনি সবাইকে নিজের বন্ধু মনে করেন৷
advertisement
এ দিন নিজের মায়ের কোলে চড়ে ভোটগ্রহণ কেন্দ্রে যান জ্যোতি৷ ভোট দিয়ে তিনি বলেন, এর আগেও আমি লোকসভা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছি৷ আমি সবসময় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি৷ ভোট দেওয়া দেশের প্রতি আমার কর্তব্য বলে মনে করি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: ভোট দিলেন বিশ্বের সবথেকে খর্বকায় মহিলা জ্যোতি, ছোট থেকেই কেন উচ্চতা বাড়েনি তাঁর?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement