West Bengal Lok Sabha Result: যাদবপুরে অনেক এগিয়ে সায়নী, তৃতীয় স্থানে সৃজন! বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Lok Sabha Result: এখনও পর্যন্ত সায়নী ঘোষ ভোট পেয়েছেন ২১৬২৩১ ভোট, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের এখনও প্রাপ্ত ভোট ১৩১২৫৯ এবং CPIM প্রার্তী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ৬৩৪৯৮।
কলকাতা: যাদবপুর লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কাকে হারিয়ে কে জয়ী হলেন, তা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই যাদবপুর। আর সেখানেই এ পর্যন্ত গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৮৪৯৭২ ভোটে এগিয়ে।
এখনও পর্যন্ত সায়নী ঘোষ ভোট পেয়েছেন ২১৬২৩১ ভোট, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের এখনও প্রাপ্ত ভোট ১৩১২৫৯ এবং CPIM প্রার্তী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ৬৩৪৯৮।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 12:42 PM IST