Amit Shah at News18's 'Gujarat Adhiveshan': ফের মোদিতেই আস্থা রাখবে গুজরাত, বিশেষ কারণ জানিয়ে রেকর্ডের দাবি অমিত শাহের

Last Updated:

Amit Shah at News18's 'Gujarat Adhiveshan': ফের মোদিতেই আস্থা রাখবে গুজরাত, বিশেষ কারণ জানিয়ে রেকর্ডের দাবি অমিত শাহের

অমিত শাহের রেকর্ড জেতার দাবি
অমিত শাহের রেকর্ড জেতার দাবি
#নয়াদিল্লি: দীর্ঘ সময় ধরে বিজেপির দখলে গুজরাত। এবার বিধানসভা নির্বাচনের আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে দাঁত ফোটাতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, সঙ্গে রয়েছে কংগ্রেসও। এরই মধ্যে গুজরাতের আরেক ভূমিপুত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সোমবার নিউজ 18-এর 'গুজরাত অধিবেশন' অনুষ্ঠানে এসে Network18 MD and Group Editor-in-Chief রাহুল জোশীর প্রশ্নের মুখে দাবি করলেন, ''এবার ভোটে সব রেকর্ড ভেঙে যাবে। রেকর্ড ভোটে এবার জিতবে বিজেপি।''
অমিত শাহের সংযোজন, ''আমরা চাই সুরক্ষিত, উন্নয়নশীল ও শিক্ষায় মোড়া গুজরাত। যেখানে একটি শক্তিশালী সরকার থাকবে। আর সেই কাজ আমরা বছরের পর বছর ধরে করে চলেছি। বিজেপির সঙ্গে মানুষের আশীর্বাদ আছে। গুজরাতের উন্নয়নে বিজেপি কোনও কসুর করেনি এবং রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ করেছে।''
advertisement
advertisement
advertisement
অমিত শাহ বলেছেন, গুজরাত বিজেপিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে এবং দলও মানুষের ইচ্ছাপূরণে সফল হয়েছে। প্রসঙ্গত, এর আগে দিল্লি, ঝাড়খণ্ড, বাংলার ক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসার কথা বলেছিলেন শাহ। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। এবার গুজরাতের ক্ষেত্রেও একই কথা শাহের মুখে।
advertisement
অমিত শাহের সংযোজন, ''বিজেপি সরকার গুজরাতে প্রচুর জনকল্যাণমূলক কাজ করেছে। জেলা-পঞ্চায়েত স্তরে, বিধানসভা এবং লোকসভায় প্রত্যেক নির্বাচনে গুজরাতের মানুষ বিজেপিকে জয়মালা পরিয়েছে।''
অমিত শাহের দাবি, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গুজরাতের তীর্থস্থান যেমন, অম্বাজি এবং সোমনাথ মন্দিরের উন্নয়ন হয়েছে। পূর্ববর্তী কংগ্রেস সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ''এর আগে মানুষ ২৬ ঘণ্টা বিদ্যুৎ, নর্মদার জল পেতেন না। বছরের ২০০ দিন রাজ্যে কারফিউ থাকত। কিন্তু বিজেপি জমানায় রাজ্যে কোনও কারফিউ হয়নি।'' এমনকী আম আদমি পার্টির এবারের ভোটে অংশগ্রহণ করাকেও তেমন গুরুত্ব দিতে চাননি অমিত শাহ।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Amit Shah at News18's 'Gujarat Adhiveshan': ফের মোদিতেই আস্থা রাখবে গুজরাত, বিশেষ কারণ জানিয়ে রেকর্ডের দাবি অমিত শাহের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement