Lok Sabha Elections 2024: গ্রামে কখনও হয় না রাজনৈতিক প্রচার, তবুও সুষ্ঠুভাবে ভোট দিলেন বাসিন্দারা সকলেই

Last Updated:

দেড়শ বছর ধরে রাজনীতির ছায়া পড়েনি এই গ্রামে , তবুও গণতন্ত্রের উৎসবে শরিক এই গ্রামের বাসিন্দারা!

+
দেওয়াল

দেওয়াল লিখন ছাড়া ভোট

দুর্গাপুর: সর্বত্র হল চতুর্থ দফার লোকসভা নির্বাচন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও হয়েছে নির্বাচন। পশ্চিম বর্ধমানের শিল্প শহর দুর্গাপুরেও হয়েছে ভোট। এই শিল্প শহরের ৩০ নম্বর ওয়ার্ডে অবস্থিত অন্যতম একটি গ্রাম হল করঙ্গপাড়া। প্রায় দেড়শো বছর পুরানো এই গ্রাম। বাংলা থেকে সচেতনভাবে নিজেদের আলাদা করে রেখেছেন এই গ্রামের বাসিন্দারা৷ যেখানে ভোট হিংসা নিয়ে সর্বভারতীয় পর্যায়ে দুর্নাম বাংলার, সেখানে শিল্প শহর দুর্গাপুরের অন্যতম প্রাচীন জনপদ করঙ্গপাড়ার গল্প একশো আশি ডিগ্রি আলাদা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন এই প্রাচীন গ্রামে রাজনীতি পাত্তা পায় না৷
ভোট থাকলেও এই গ্রামে প্রচার, মিটিং মিছিল, দেওয়াল লিখন কোনও কিছুই হয় না। সমস্ত রাজনৈতিক দলের মানুষেরা এই গ্রামে বসবাস করলেও গ্রামে আজও পড়েনি রাজনীতির ছায়া। গ্রামের কোনও রাস্তায় নেই প্রার্থীর সমর্থনে ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানার৷ এবছরও প্রথা মেনে এলাকার পুরানো রেওয়াজকে মান্যতা দিয়েছে করঙ্গপাড়ার মানুষ। ভোটের দিনেও দেখা গেল একই চিত্র। এই দিনেও এই এলাকার মানুষ নির্বিঘ্নে ভোট দান করেছেন।
advertisement
আরও পড়ুনLok Sabha Election 2024: “ডাক্তারবাবু গো…”পোলিং বুথে অসুস্থ কর্মীর শুশ্রূষা করলেন বিজেপির চিকিৎসক প্রার্থী নিজেই
এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন , পূর্ব পুরুষদের আমল থেকেই তারা দেখে আসছেন তাদের এই গ্রামে কোনও রাজনীতির ছায়া নেই। যত বড়ই হেভিওয়েট প্রার্থী হোক না কেন তারা এই গ্রামের উপর দিয়ে কখনওই প্রচার করতে পারেন না। তারা চান আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও এই ধারা বজায় রাখুক।
advertisement
advertisement
দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ড করঙ্গ পাড়া। এই গ্ৰামে জনপদ প্রায় আট হাজারের কাছাকাছি। রাজনৈতিক সব দলের বসবাস হলেও এই গ্রামে রাজনীতির ছায়া নেই বললেই চলে। এই গ্রামে যাতে কোনও ক্ষতি না হয় তাইএই উদ্যোগ গ্রামবাসীদের। বছরের পর বছর তারা এই ধারাকেই বজায় রেখেছেন।তবে ভোটের দিনেতারা সুষ্ঠুভাবে আনন্দ সহকারে ভোট দিয়েছেন সকলেই।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: গ্রামে কখনও হয় না রাজনৈতিক প্রচার, তবুও সুষ্ঠুভাবে ভোট দিলেন বাসিন্দারা সকলেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement