Tripura News: তিপ্রামোথাকে সঙ্গে নিয়েই চলছে ভোট প্রচার, ত্রিপুরায় দুই আসন জিততে জোরদার প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মানিক সাহা

Last Updated:

তিপ্রামোথাকে সঙ্গে নিয়েই চলছে ভোট প্রচার৷ 

ত্রিপুরায় দুই আসন জিততে জোরদার প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মানিক সাহা (File Photo)
ত্রিপুরায় দুই আসন জিততে জোরদার প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মানিক সাহা (File Photo)
আগরতলা: দেশকে শক্তিশালী করার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। রাজ্যের দুটি আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হবেন বিজেপি প্রার্থীরা, প্রচারে বেরিয়ে আশাবাদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷  তিনি বলেন, ‘‘মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে। দেশকে শক্তিশালী করার জন্য এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বারের মতো নরেন্দ্র মোদিকে দেখতে চায় মানুষ। প্রধানমন্ত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাই মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রীর উপর। পশ্চিম ও পূর্ব ত্রিপুরা উভয় আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন।’’
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে  সিপাহীজলা জেলার চড়িলামে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত সুবিশাল রোড শোয়ে অংশ নিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
advertisement
গুনে গুনে আর মাত্র কয়েকটা দিন। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা ও আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই অনুযায়ী নির্বাচনী প্রচারও চলছে জোরকদমে। যদিও অন্যান্য দলের চাইতে ধারেভারে সবদিকে এগিয়ে রয়েছেন শাসক ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। প্রতিদিনই উৎসবের মেজাজে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা-সহ অন্যান্য তারকারা।
advertisement
এই অবস্থায় দলীয় প্রার্থীর সমর্থনে বিশালগড়ের চড়িলামে অনুষ্ঠিত হয় সুবিশাল রোড শো। জাতি জনজাতি সকল অংশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে এই রোড শো চড়িলাম বিধানসভা কেন্দ্র এলাকা পরিক্রমা করে। এই নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘‘এই নির্বাচনী কর্মসূচিতে প্রচুর সংখ্যায় মানুষের সক্রিয় অংশগ্রহণ ও জনগণের সমর্থন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে মানুষ নির্বাচনী প্রচার ও সমাবেশে যোগদান করছে। যা একটি খুবই ইতিবাচক দিক। মানুষের চেহারার অভিব্যক্তিই তাঁর অভ্যন্তরীণ চিন্তাভাবনাকে প্রতিফলিত করে। মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছে এবং নরেন্দ্র মোদিকে আবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন সকলে। এতে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা স্পষ্ট হয়েছে। আমি নিশ্চিত আসন্ন নির্বাচনে আমাদের দলের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করবেন।’’
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Tripura News: তিপ্রামোথাকে সঙ্গে নিয়েই চলছে ভোট প্রচার, ত্রিপুরায় দুই আসন জিততে জোরদার প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মানিক সাহা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement