TMC Leader Death: তৃতীয় দফা ভোটের আগেই সানস্ট্রোকে মৃত্যু তৃণমূলের শ্রমিক নেতার, দলে শোকের ছায়া

Last Updated:

TMC Leader Death: দলীয় প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রখর রোদের মধ্যে দেওয়াল লিখন ও পতাকা টাঙানোর কাজ করাকালীন সানস্ট্রোক হয় পরেশনাথ দাসের।

তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া
তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া
মুর্শিদাবাদ:  সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল জঙ্গিপুরের আইএনটিটি ইউসি-র সহ-সভাপতি পরেশনাথ দাসের। দলীয় প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রখর রোদের মধ্যে দেওয়াল লিখন ও পতাকা টাঙানোর কাজ করাকালীন গত শুক্রবার সানস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের বলাশপুরের বাসিন্দা পরেশনাথ দাস।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে কিছুটা সুস্থ হওয়ায় বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় ফের শারীরিক অবস্থার অবনতি হয় এবং বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছোট থেকেই রাজনীতির সঙ্গে জড়িত পরেশনাথ দাস। এলাকায় সকলের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল। সকলের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন তিনি। তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জোরকদমে প্রচারের কাজ চালাচ্ছিলেন।
advertisement
আরও পড়ুন: দইয়ের এই পদ খেলেই শরীর হবে ‘ঠান্ডা ঠান্ডা-কুল কুল’, হুড়মুড়িয়ে কমবে ওজন! রইল সহজ রেসিপি
কিন্তু ভোটের আগে পরেশবাবুর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শনিবার দলীয় নেতৃত্ব ও কর্মীরা এসে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন। দাদা মেঘনাদ দাস বলেন, ‘ভাই আগাগোড়ায় রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল। রাজনীতি ছাড়া আর কিছু বুঝত না। আর রাজনীতির কাজ করাকালীনই ওঁর মৃত্যু হল। তবে ভাইয়ের এই আকস্মিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’ নবগ্রাম ব্লক আইএনটিটিইউসি-র সভাপতি রাজু রহমান বলেন, ‘পরেশবাবুর মৃত্যু রাজনৈতিক মহলে একটা বড় ক্ষতি করে দিল। ওঁর মৃত্যুতে আমরা শোকাহত।’
advertisement
advertisement
আগামী ৭ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ রয়েছে জঙ্গিপুরে। সেই কাজই করছিলেন পরেশনাথ দাস। কাজের মধ্যে থেকেই সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণণূলের শ্রমিক সংগঠনের নেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC Leader Death: তৃতীয় দফা ভোটের আগেই সানস্ট্রোকে মৃত্যু তৃণমূলের শ্রমিক নেতার, দলে শোকের ছায়া
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement