Tmc Joining From Bjp: তৃণমূলের খোলা 'দরজা' দিয়ে ঢুকে পড়লেন বিজেপি নেতা! এই কেন্দ্র 'বড়' সাফল্য শাসক দলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tmc Joining From Bjp: বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা ১ নম্বর অঞ্চলে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া ১ নাম্বার ব্লকের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ। নির্বাচনের মুখে শক্তি বাড়াল তৃণমূল। বিজেপি নেতা বলে মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। নির্বাচনের মুখে শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। বুথ সাধারণ সম্পাদক সোমনাথ দাসের নেতৃত্বে ২০টি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করল বলে দাবি তৃণমূলের।
বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা ১ নম্বর অঞ্চলে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া ১ নাম্বার ব্লকের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জগদল্লা এক তৃণমূল দলীয় কার্যালয় তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করে বিজেপি বুথ সাধারণ সম্পাদক সোমনাথ দাসের দাবি, বিজেপি করে এলাকার উন্নয়ন না করতে পেরেই তৃণমূলের উন্নয়নের শামিল হতেই এই যোগদান।
advertisement
advertisement
বিজেপি নেতৃত্ব অবশ্য সোমনাথ দাসকে বিজেপির নেতা বলে মানতেই নারাজ। অবশ্য পর মুহূর্তেই বিজেপি জেলা নেতৃত্বের দাবি, এইসব মানুষ চলে গেলেই ভাল। ধান্দা রয়েছে তাই যোগদান করেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2024 12:55 PM IST