Suvendu Adhikari: ‘আগামী সপ্তাহে তৃণমূল বেসামাল...!’ শুভেন্দু অধিকারীর দাবিতে শোরগোল
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপনারা দেখবেন আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, কুলকিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকেই যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে পড়বে। নিশ্চিন্তে থাকুন।’’ লোকসভা নির্বাচনের প্রচার সভা থেকে শুভেন্দু অধিকারীর এই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু কী হবে আগামী সপ্তাহে ? তা অবশ্য খোলসা করেননি শুভেন্দু। মালদহের নির্বাচনী সভামঞ্চ থেকে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, কুলকিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকেই যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।’’
শুভেন্দুর এই বক্তব্যকে ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে। আগামী সপ্তাহে তাহলে কী হতে চলেছে? শুভেন্দুর দাবিকে কেন্দ্র করে জল্পনা এখন তুঙ্গে। রাজ্য–রাজনীতিতে তারিখের কথা বলে চমকে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২২ সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী তিনটি তারিখ দিয়েছিলেন। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছিলেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা। বলেছিলেন, ‘‘এই তিনটে তারিখ খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন।” ওয়েট অ্যান্ড ওয়াচের কথাও বলেছিলেন শুভেন্দু।
advertisement
advertisement
এরপর শুভেন্দুর ডেডলাইন ছিল ১৩ জানুয়ারি। কলকাতার হাজরার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলেছিলেন, ‘‘ধেড়ে ইঁদুর ধরা পড়বে। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।’’ কিন্ত এই সময়ও অতিক্রান্ত হয়ে গিয়েছে। বঙ্গ রাজনীতিতে সেরকম কোনও ‘ধামাকা’ নজরে আসেনি। আর এবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার আগে ফের আগামী সপ্তাহে তৃণমূল বেসামাল হয়ে পড়বে বলে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর দাবিকে কোনও গুরুত্বই দিতে রাজি নয়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 21, 2024 8:54 AM IST









