Bankura News: "তৃণমূল ছক্কার পর ছক্কা হাঁকাচ্ছে" গোলসিতে বললেন সুজাতা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সুজাতা মণ্ডলের নতুন নতুন প্রচার ধারা নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় প্রতিদিনই।
বাঁকুড়া: হাতে লক্ষ্মীর ঘট। যে ঘটে ছোটবেলায় দু এক টাকা করে জমাতেন অনেকেই। সেই ঘট হাতে সুজাতা মণ্ডলের প্রচারে অংশ নিলেন মহিলারা। বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল গলসি ২ নম্বর ব্লক ও ভুঁড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা কর্মীদের নিয়ে আলোচনা সভা সারলেন। এই সভাতেই দেখা গেল হাতে লক্ষ্মীর ঘট নিয়ে মহিলাদের।
বুধবার পুজো সেরে শুরু হয় প্রচার। মহিলাদের সাড়া পেয়ে প্রার্থী বলেছেন, “কাউকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছি না। রোদে গরমে যেভাবে মহিলারা এসেছেন, তাতে আমি নিশ্চিত তৃণমূল কংগ্রেস জিতবে।
advertisement
তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুন করে দেওয়া একটা মাস্টারস্ট্রোক বলেও দাবি করেন সুজাতা। তাঁর দাবি, ‘তৃণমূল বলের পর বল ছক্কা হাঁকাচ্ছে।’ সৌমিত্র এবং সুজাতাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক তরজা। একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখতেও শোনা যাচ্ছে দুই প্রার্থীকে। তবে রাজনৈতিক কটাক্ষের চেয়েও প্রচারের নতুনত্ব বেশি গুরুত্ব পাচ্ছে বলেই দেখা যাচ্ছে।
advertisement
সুজাতা মণ্ডলের নতুন নতুন প্রচার ধারা নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় প্রতিদিনই। চতুর্থ দফার নির্বাচনের পর পঞ্চম দফা আর তার পরই ২৫ মে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় চূড়ান্ত নির্বাচন। হাতে সময় কম থাকায় তাই প্রচারে আরও সময় দিচ্ছেন তৃণমূল প্রার্থী৷
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 6:54 PM IST






