Sougata Roy: সৌগত রায়ের গাড়িতে 'বড়' দুর্ঘটনা! নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? শেষ দেখতে চাইছে তৃণমূল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sougata Roy: ঘটনাস্থল থেকে ম্যাটাডোর ভ্যান সহ চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ।
সুবীর দে,পানিহাটি: পানিহাটিতে সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতৃত্বের। শনিবার সন্ধ্যায় পানিহাটি এইচবি টাউন মোড়ে প্রচার সেরে ফেরার সময় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ম্যাটাডোর ভ্যান। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাস্থল থেকে ম্যাটাডোর ভ্যান সহ চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে প্রার্থী সৌগত রায়ের গাড়িতে ম্যাটাডোর ভ্যানের ধাক্কার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। গোটা ঘটনায় তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছে খড়দহ থানার পুলিশ।
আরও পড়ুন: মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন! ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দায়ের
advertisement
advertisement
এদিকে, বেলঘরিয়ায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের প্রচারে প্রকাশ্যে বিজেপি কর্মীদের গোষ্ঠীকোন্দল। কর্মীরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ল ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে।
কামারহাটি বিধানসভার অন্তর্গত বেলঘরিয়া বাদামতলা এলাকা থেকে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের প্রচার শুরু হয়। প্রচার চলাকালীন প্রার্থীর সামনে কারা থাকবে, তাই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যেই প্রকাশ্যে দেখা গেল গোষ্ঠীকোন্দল। প্রচার চলাকালীন কর্মীরা একে অপরকে ধাক্কা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ল। আর সেই গোষ্ঠীকোন্দলের ছবি ধরা পরল News18 বাংলা-র ক্যামেরায়। এই ঘটনায় বিজেপি প্রার্থী কোনও মুখ খুলতে চাননি। পাশাপাশি বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠীকোন্দলের ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2024 11:26 AM IST