Lok Sabha Election 2024: নিজেকে সুস্থ রাখতে কী করছেন প্রার্থী শর্মিলা সরকার? গরমের মধ্যেই চলছে প্রচার
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Lok Sabha Election 2024: ভোট প্রচারে বর্ধমান পূর্বের জোড়া ফুল প্রার্থী। বললেন নিজেকে সুস্থ রাখার কৌশলও। জানেন, ঠিক কোন উপায়ে রোদ থেকে নিজেকে রক্ষা করছেন তিনি ?
পূর্ব বর্ধমান: তাপপ্রবাহের সতর্কতাকে উপেক্ষা করেই ভোট প্রচারে বর্ধমান পূর্বের জোড়া ফুল প্রার্থী। বললেন নিজেকে সুস্থ রাখার কৌশলও। জানেন, ঠিক কোন উপায়ে রোদ থেকে নিজেকে রক্ষা করছেন তিনি? আগামী ১৩ মে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নির্বাচন। আর তার আগে এখন জোর কদমে চলছে ভোট প্রচারের কাজ। নিজের নিজের এলকায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। রবিবার তেমনই ছবি ধরা পড়লপূর্ব বর্ধমানের কাটোয়া ১ ব্লকের বেশ কিছু গ্রামে। তীব্র গরম ও তাপপ্রবাহকে উপেক্ষা করেই রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার।
আরও পড়ুনঃ সব শেষ! রেখা পাত্রকে জড়িয়ে হু হু করে কান্না করলেন মহিলারা
গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ, নির্বাচনী প্রচারে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ ব্লকের বীজনগর গ্রামে পৌঁছান জোড়া ফুল প্রার্থী ডঃ শর্মিলা সরকার। সঙ্গে ছিলেন দলীয় নেতা কর্মীরা। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কথা বলেন গ্রামের মহিলাদের সঙ্গে। এরপর সংবাদমাধ্যমের তরফে তীব্র গরম ও প্রচার প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তার উত্তরে তিনি বলেন, “সবটাই সামলাতে হচ্ছে কিছুই করার নেই তার কারণ ইলেকশন যেহেতু গরমেই পড়ে। মানুষের কাছেও পৌঁছাতে হবে জনসংযোগ করতে হবে। সেই কারণে গরমের সময় সকালের দিকটা এবং বিকেলের দিকটা প্রচারে যাচ্ছি। নিজেকে সুস্থ রাখতে যতটা পারছি রোদ্দুর থেকে নিজেকে আড়াল করছি। বেশি পরিমাণে জল খাচ্ছি। আর তার সঙ্গে খাবার দাবার যেগুলো আছে সেগুলো একটু লাইট পরিমাণে খাচ্ছি।”
advertisement
বৈশাখের শুরু থেকেই তীব্র দহন জ্বালা গোটা রাজ্য জুড়ে। উপরন্ত তার মধ্যেই শুরু হয়েছে ব্যাপক তাপপ্রবাহ। যার জেরে হাসফাঁস অবস্থা জেলা তথা রাজ্যবাসীর। যদিও এই গরমের মধ্যেই নিজেদের নির্বাচনী কর্মসূচি পালন করেছে দলীয় প্রার্থীরা। ডঃ শর্মিলা সরকারের ক্ষেত্রেও দেখা গেল সেই ছবি। স্বল্প কথার মাধ্যমে শর্মিলা সরকার জানান, আড়াল করে নিজেকে সুস্থ রাখছেন তিনি। প্রসঙ্গত, ভোট প্রচারে বেরিয়ে কখনও তিনি হাত লাগিয়েছেন পুজোর রান্নার কাজে। কখনওতাকে দেখা গেছে, পুজোর প্রসাদ বিতরণ করতে। পাশাপাশি, প্রখর রোদ কিম্বা বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী প্রচার সারতেও দেখা গিয়েছিল শর্মিলা সরকারকে।
advertisement
advertisement
রবিবারও ধরা পড়ল সেই ছবিই। সুদপুর পঞ্চায়েতের বীজনগর গ্রামে নির্বাচনী প্রচারের পর সেখান থেকে পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি গ্রামে নির্বাচনী প্রচার ও পথসভা করেন বর্ধমান পূর্বের জোড়া ফুল প্রার্থী। রবিবারের এই নির্বাচনী প্রচারে বর্ধমান পূর্বের জোড়া ফুল প্রার্থী ডঃ শর্মিলা সরকারের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ, জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র সহ একঝাঁক দলীয় নেতা ও কর্মী গণ। আসন্ন লোকসভা নির্বাচনের এই প্রচারে জনগণের উচ্ছাস নিয়েও আশাবাদী বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2024 4:55 PM IST