BJP Candidate Rekha Patra: 'কিউ কি সাস ভি কাভি বহু থি...', সন্দেশখালিতে যতটা রেখা, ততটাই চমক দিচ্ছেন প্রার্থীর শাশুড়ি
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sandeshkhali: লোকসভা নির্বাচনে জাতীয় ইস্যু সন্দেশখালি। প্রত্যন্ত এলাকার গ্রামের পাত্র পাড়া থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন রেখা পাত্র।
বসিরহাট: নদীবেষ্টিত সন্দেশখালির প্রত্যন্ত এলাকা থেকে চমক দিয়ে বিজেপি বসিরহাট লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। বছরের প্রথম থেকেই সন্দেশখালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালি বিধানসভা যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বসিরহাট লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের পোড়খাওয়া রাজনৈতিক প্রার্থী হাজি নুরুল ইসলাম, অপরদিকে সন্দেশখালির মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র।
সন্দেশখালির মাটি থেকে বাম প্রার্থী নিরাপদ সরদার। তবে এবার বসিরহাট লোকসভার বিস্ময় প্রার্থী রেখা পাত্রের বড় নির্বাচনে প্রার্থী হওয়ায় রেখা পাত্রের শাশুড়ি মা কি জানাচ্ছেন শুনুন এই বিশেষ প্রতিবেদনে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরত জাহান সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। যদিও নির্বাচনে জয় এর পরে এলাকায় তেমনভাবে তাকে অনেকে দেখতে পাননি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ তীব্র গরমে ভরদুপুরে ঘটল সাংঘাতিক কাণ্ড! মুহূর্তে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি! তোলপাড় দিঘা
তবে এবার লোকসভা নির্বাচনে জাতীয় ইস্যু সন্দেশখালি। সেই সন্দেশখালীর প্রত্যন্ত এলাকার গ্রামের পাত্র পাড়া থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন রেখা পাত্র। এত বড় নির্বাচনের অংশগ্রহণে কখনও ভাবেননি রেখা পাত্রের শাশুড়ি মা। ফলে খুশির জোয়ার রেখার পরিবারে। সেখানে ভোট প্রচারের পারদ ঊর্ধ্বগতির মতো জয়ের পারদে শীর্ষে থাকেন কিনা, তা সময়ই বলবে।
advertisement
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 3:12 PM IST









