Saayoni Ghosh TMC: ভোটের প্রচারে যেতেই এ কী কাণ্ড, সায়নীকে দেখেই জড়িয়ে ধরল ছোট্ট মেয়ে! তারপর?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Saayoni Ghosh TMC: যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। তিনি এদিন বারুইপুর এলাকায় পায়ে হেঁটে প্রচার করছিলেন।
দক্ষিণ ২৪ পরগনা: সে ভোটার নয়, ভোটার হতেও এখনও বেশ কয়েকটা বছর বাকি। তাই বলে কি ভালবাসা পাবে না ভোট প্রার্থীর কাছ থেকে? তাও সেই প্রার্থী যদি হন অভিনেত্রী সায়নী ঘোষ?
যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। তিনি এদিন বারুইপুর এলাকায় পায়ে হেঁটে প্রচার করছিলেন। আরে ঘরের পাশে অভিনেত্রী এসেছেন আর দেখার জন্য ছোট-বড় সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। আর সেই সময় এক মহিলার সঙ্গে ছিলেন একটি ছোট্ট মেয়ে। আর তাকে দেখতে পেয়ে কাছে চলে যান সায়নী ঘোষ। তারপর তাকে জড়িয়ে ধরে আদর করেন।
advertisement
আরও পড়ুন: আচমকা বদল আবহাওয়ায়, শুরু বৃষ্টি-কমল তাপমাত্রা! দক্ষিণবঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস
সায়নী বলেন, ‘সবকিছু তো আর ভোটের জন্য নয়, ভালবাসাও তো থেকে যায়।’ আর এই কথা বলতে বলতে তিনি আবারও প্রচার শুরু করে দেন। আর তাঁকে দেখার জন্য রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। কেউ তাঁকে জড়িয়ে ধরছে আবার কেউ কেউ তাঁকে ফুলের পাঁপড়ি ছুড়ে তাঁকে সম্বর্ধনা জানাচ্ছেন।
advertisement
advertisement
আর এভাবেই সায়নীর প্রচার চলল এদিন। আর এভাবে পায়ে হেঁটে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন তিনি। মায়ের সঙ্গে প্রার্থীকে দেখতে আসা খুদেদের সঙ্গেও খুনসুটিতে মেতে ওঠেন সায়নী। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশাপাশি তিনি জানান যে, জেতার ব্যাপারে শুধু সময়ের অপেক্ষা। ‘মানুষ আমাদের পাশে আছে, তাই মানুষই শেষ কথা বলবে।’
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2024 3:32 PM IST