Barrackpore Lok Sabha result 2024: মন্ত্রী থেকে এবার সাংসদ! ব্যারাকপুরে অর্জুনকে হারিয়েই শুভেন্দুকে ধন্যবাদ দিলেন পার্থ, কেন?

Last Updated:

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁকেই প্রার্থী করবে রাজ্যের শাসক দল৷

অর্জুনকে হারিয়ে শুভেন্দুকে ধন্যবাদ পার্থর৷
অর্জুনকে হারিয়ে শুভেন্দুকে ধন্যবাদ পার্থর৷
ব্যারাকপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন৷ আবার তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য ব্যারাকপুরে হার মানতে হল অর্জুন সিংকে৷ তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে প্রায় ৫৫ হাজার ভোটে পরাজিত হন তিনি৷
তবে ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে হারিয়ে উঠেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক৷ কটাক্ষের সুরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই৷ মানুষকে প্রণাম জানাই৷ আর একজনকে ধন্যবাদ জানাবো, তিনি হলেন শুভেন্দু অধিকারী৷ কারণ শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে প্রার্থী না করলে আমরা এত সহজে জিততে পারতাম না৷
advertisement
advertisement
অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁকেই প্রার্থী করবে তৃণমূল৷ অর্জুন সিংয়েরও সেরকমই আশা ছিল৷ কিন্তু গত মার্চ মাসে ব্রিগেডের সভা থেকে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়৷ এর পরেই ফের বিজেপির সঙ্গে যোগাযোগ করেন অর্জুন, প্রার্থীও হয়ে যান তিনি৷
advertisement
জয়ের পর অবশ্য অর্জুন সিংকে খোঁচা দিতে ছাড়েননি পার্থ ভৌমিক৷ হুঁশিয়ারিও শোনা গিয়েছে তাঁর মুখে৷ পার্থ বলেন, অর্জুন সিংয়ের মতো গুন্ডা ছিল বলেই এতদিন ব্যারাকপুর অশান্ত ছিল৷ এবার গুন্ডামি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ একই সঙ্গে তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কারও মাথার উপরে থাকলে সে সিংহ, আর হাত সরিয়ে নিলে নেংটি ইঁদুর৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Barrackpore Lok Sabha result 2024: মন্ত্রী থেকে এবার সাংসদ! ব্যারাকপুরে অর্জুনকে হারিয়েই শুভেন্দুকে ধন্যবাদ দিলেন পার্থ, কেন?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement