'সর্দার প্যাটেল স্টেডিয়াম নিয়ে অপপ্রচার করছে কংগ্রেস,' দাবি শাহের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Amit Shah: সোমবার নেটওয়ার্ক ১৮ গ্রুপের এমডি এবং গ্রুপ এডিটর ইন চিফ রাহুল জোশী সাক্ষাৎকার নেন অমিত শাহের।
#নয়াদিল্লি: স্টেডিয়াম বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নেটওয়ার্ক ১৮ গ্রুপের এমডি এবং গ্রুপ এডিটর ইন চিফ রাহুল জোশী সাক্ষাৎকার নেন অমিত শাহের। সেই সময়ে স্টেডিয়াম ইস্যুতে কংগ্রেসকে নিশানা করেন শাহ। অমিত শাহ বলেন, "কংগ্রেসের সর্দার প্যাটেলের নাম নেওয়ার অধিকারই নেই। কংগ্রেস আমলে ইতিহাসে উপযুক্ত জায়গা পাননি প্যাটেল। নরেন্দ্র ভাই সর্দার প্যাটেলের সবথেকে বড় মূর্তি তৈরি করেছিলেন। একজন কংগ্রেসি নেতাও ফুল দিতে যায়নি সেখানে। মূর্তি যে কেউ তৈরি করুক, সকলের যাওয়া উচিত। সর্দার প্য়াটেলের নামে কোনও প্রকল্প, স্মারক হয়নি। আর আজকে তাঁরা কথা বলছেন!"
#AmitShahToNews18 गुजरात में कभी भी तीसरी पार्टी के संकल्पना को स्वीकार नहीं किया है, डिब्बे खुलने दीजिए परिणाम बहुत स्पष्ट आने वाला है: @AmitShah - केंद्रीय गृह मंत्री #News18GujaratAdhiveshan #News18India @18RahulJoshi pic.twitter.com/cdS8jNc8uV
— News18 India (@News18India) November 14, 2022
advertisement
advertisement
স্টেডিয়াম ইস্যুতে অমিত শাহ বলেন, "স্টেডিয়ামের বিষয়ে আমি স্পষ্ট করে জানাচ্ছি, ওখানে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে যার নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম। কংগ্রেস ভুল প্রচার করছে। ওখানে একটা স্পোর্টস কমপ্লেক্স আছে। যার মধ্যে ১৮টা স্টেডিয়াম আছে। সেগুলির মধ্যে একটি স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম। গোটা স্পোর্টস কমপ্লেক্সের নাম সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সে। সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের জন্য আমরা একটির বদলে গোটা কমপ্লেক্সের নামকরণ করেছি। বিজেপি একমাত্র এটা করতে পারে। যাদের কাছে কোনও ইস্যু নেই, তারা এসব অভিযোগ করতে পারে।"
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগেই গুজরাতের বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে কংগ্রেস শিবির দাবি করেছে যে ক্ষমতায় এলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদলে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম নাম রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "আমরা এত বছর জিতেছি, কারণ গুজরাতের জনগণের আর্শীবাদ আমাদের কাছে রয়েছে। গুজরাত কখনও তৃতীয় দলের চিন্তাধার গ্রহণ করেনি। প্রত্যেকবার নির্বাচনের বিজেপির প্রার্থীপদে ৩০ শতাংশ বদল হয়। ভারতীয় জনতার পার্টির একটা সংস্কার এবং নিয়ম আছে।"
advertisement
অমিত শাহ বলেন, "মোদিজি প্রধানমন্ত্রী হয়ে চলে যাওয়ার পরে আনন্দীবেন প্যাটেল ছিলেন। তারপরে বিজয়ভাই ছিলেন। এখন ভূপেন্দ্রভাই আছেন। পরবর্তী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলই হবেন। অনেকে এসে বলছেন গুজরাতে প্রাথমিক শিক্ষা ফ্রি করে দেব। কিন্তু এখানে শিক্ষা বিনামূল্যে দেওয়াই হয়। আমরা বলেছিলাম ৩৭০ ধারা সরিয়ে দেব। আমরা সেটা করেছিলাম।"
view commentsLocation :
First Published :
November 14, 2022 8:56 PM IST