Narendra Modi on SSC Recruitment Scam: ২৬ হাজার চাকরি গেল! মালদহ থেকে এক বাক্যেই মোদি বোঝালেন, আসল অস্ত্র এবার হাতে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Narendra Modi on SSC Recruitment Scam: রাজ্যে তৃতীয় দফায় আগামী ৭ মে ভোট রয়েছে মালদহের দুই আসনে। তার আগেই প্রচারে এসে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন মোদি।
উত্তর মালদহ: লোকসভা ভোট ঘোষণার পর চতুর্থ বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মালদহ উত্তরে ভোটপ্রচার করলেন মোদি। রাজ্যে তৃতীয় দফায় আগামী ৭ মে ভোট রয়েছে মালদহের দুই আসনে। তার আগেই প্রচারে এসে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন মোদি।
নরেন্দ্র মোদির বক্তব্য, ‘তৃণমূল কংগ্রেস রাজ্যের যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’ তারই সঙ্গে বিজেপির সরকার বাংলার জন্য কী করেছে তারও খতিয়ান দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: সর্বোচ্চ গরমের রেকর্ডের পথে কলকাতা, তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা! কতটা চড়বে পারদ? আবহাওয়ার বড় আপডেট
এদিন মালদহের সভা থেকে কংগ্রেস ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেন মোদি। তাঁর দাবি, কংগ্রেস এবং তৃণমূলের জোট রয়েছে। তুষ্টিকরণের জন্য এই দুই দল যা খুশি করতে পারে। মালদহে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আরও বলেন, ‘তুষ্টিকরণের জন্য তৃণমূল এবং কংগ্রেস সিএএ বিরোধিতা করছে।’
advertisement
advertisement
আরও পড়ুন: বুথের বাইরে ‘দেখে নেব তোকে’ হুঁশিয়ারি সুকান্ত মজুমকারের, বালুরঘাটে বিরাট উত্তেজনা! হলটা কী?
ফের একবার সন্দেশখালির ঘটনার কথা টেনে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন মোদি। তাঁর দাবি, মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল। প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘সন্দেশখালি মহিলাদের উপর নির্যাতন হয়েছে। মালদহেও মহিলাদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল।’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2024 12:26 PM IST