Mamata Banerjee: ‘অভিষেক-কে খুন করতে গিয়েছিল, বাড়ি পর্যন্ত রেকি করেছে’, প্রচার মঞ্চ থেকে বিস্ফোরক মমতা

Last Updated:

Mamata Banerjee: সভার শুরুতেই তিনি তোলেন অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও৷ তিনি বলেন, ‘ভোটের আগে ইচ্ছা করে ওঁকে বন্দি করে রাখা হয়েছে৷ দেখবেন, ভোটের পর ছেড়ে দেবে৷’

কলকাতা: লোকসভার প্রচার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন অনেকগুলি বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রসঙ্গও তোলেন তিনি৷ উল্লেখ্য, অভিষেকের গতিবিধির উপর নজর রাখা-সহ একাধিক অভিযোগে মুম্বই হামলার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ৷ তার পরেই নিরাপত্তা ও হামলার বিষয়ে একাধিক বিষয় উঠে আসে৷
মমতা এ দিন নির্বাচনী সভা থেকে বলেন, ‘অভিষেক-কে খুন করতে গিয়েছিলি৷ তার বাড়ি পর্যন্ত রেকি করেছে৷ ফেসটাইমে কথা বলেছে, বলেছে আপনার সঙ্গে কথা বলতে চাই৷ কথা বলতে গেলেই ওকে গুলি করে মেরে দিত৷ ওরা চায়, সবাইকে গুলি করে মেরে দিতে৷ প্রতিবার ভোটের সময় কেষ্টকে ঘরবন্দী করত৷ তাতে কী লাভ বয়েছিল? ভোটের আগে উদয়নকে বলেছিল নিজের বুথের বাইরে বেরতে না৷ আপনার ছোটমন্ত্রী জিতবে তো?’ নিশীথ প্রামাণিককেও এই দিন খোঁচা দেন মুখ্যমন্ত্রী৷
advertisement
আরও পড়ুন – এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা
শীতলকুচির প্রসঙ্গও তোলেন তিনি৷ বলেন, ‘শীতলকুচির ঘটনা মনে আছে? ৫ জনকে গুলি করে মেরেছিল৷ আমি ছুটে গিয়েছিলাম৷ কাল দেখলাম, উনি বলছেন, মুখ্যমন্ত্রী ফাঁসিয়েছেন৷ উনি এখানকার প্রার্থী হয়েছেন৷ আপনার বিরুদ্ধে ডিপি তো চলছে৷ আমি ফাঁসালে তো ভালভাবে ফাঁসাতে পারতাম৷ আজ আপনি এখানে এসেছেন, দয়া করে কারোর জীবন কাড়বেন না৷ বিএসএফ কার নির্দেশে গুলি চালিয়েছিল? একবার জিজ্ঞাসা করুন৷’
advertisement
advertisement
সভার শুরুতেই তিনি তোলেন অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও৷ তিনি বলেন, ‘ভোটের আগে ইচ্ছা করে ওঁকে বন্দি করে রাখা হয়েছে৷ দেখবেন, ভোটের পর ছেড়ে দেবে৷ আমাদের সাংসদদের প্রতিদিন হুমকি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে৷ কিন্তু তাঁরা কখনই দিল্লি থেকে পালিয়ে আসেননি৷ বরং তাঁরা লড়াই করে মানুষের কথা বলেছেন৷ আগামী দিনেও বলবেন৷’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: ‘অভিষেক-কে খুন করতে গিয়েছিল, বাড়ি পর্যন্ত রেকি করেছে’, প্রচার মঞ্চ থেকে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement