Lok Sabha Elections 2024: 'গুন্ডারাজ ধ্বংস করে দেব', ভোটপ্রচারে বেরিয়ে চমকে দিলেন পার্থ

Last Updated:

Lok Sabha Elections 2024: বড়মার মন্দিরে পূজা দিয়েছেন পার্থ ভৌমিক। আইসিএসই মেধাবী ছাত্রী অনুষ্কা ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রচারের মাঝেই।  

পার্থ ভৌমিক (ফাইল ছবি)
পার্থ ভৌমিক (ফাইল ছবি)
নৈহাটি: তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি বিধানসভার অন্তর্গত নৈহাটি বড়মার মন্দিরে পূজা দিলেন। বড়মার আশীর্বাদ নিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। মঙ্গলবার সকাল থেকে নৈহাটির মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন।
তিনি ব্যারাকপুরে আইসিএসই পরীক্ষা উত্তীর্ণ মেধাবী ছাত্রী অনুষ্কা ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে ভাল করে পড়াশোনা করে, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বলের দিকে পরিণত করতে উৎসাহ দেন তিনি। এর আগেও প্রার্থী পার্থ ভৌমিক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে
তিনি বলেন, মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য যে কোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য স্টাডি সেন্টার তৈরি করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা সফল হবে। এছাড়াও তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত চন্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় এক রোড শো করেন। আমডাঙ্গা বিধানসভার স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং জনসাধারণ তাকে জানাতে অংশগ্রহণ নিয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?
এই রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে পার্থবাবুকে শুভেচ্ছা জানাতে  যে সংখ্যক মানুষের জমায়েত দেখা যায়, তা বিশেষভাবে লক্ষ্যণীয়। কেউ পার্থবাবুকে মাল্যদান করে সম্মানজ্ঞাপন করেন, কেউ আবার এগিয়ে আসেন সেলফি তুলতে। স্থানীয় নেতৃত্ব আশাবাদী যে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করবেন। এর আগে বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহরের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক-সহ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং স্থানীয় সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক রোড শো-এর আয়োজন করা হয়।
advertisement
সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। এদিন প্রার্থী পার্থ ভৌমিক জানিয়েছেন, “আমি ব্যারাকপুরের মানুষের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।  আমি কথা দিচ্ছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে গুন্ডারাজ উচ্ছেদ করে, চিরশান্তি স্থাপনা করব।  আমি যদি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসি তাহলে ব্যারাকপুরের গঙ্গার দু ধার দিয়ে পর্যটন কেন্দ্র তৈরি করব। আমি নির্বাচনী প্রচারে গিয়ে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছি।”
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: 'গুন্ডারাজ ধ্বংস করে দেব', ভোটপ্রচারে বেরিয়ে চমকে দিলেন পার্থ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement