Narendra Modi: ‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন,’ বাংলায় দাঁড়িয়ে যোগ্য প্রার্থীদের বড় আশ্বাস নরেন্দ্র মোদির, কী জানালেন তিনি?

Last Updated:

এদিনও দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি পরিবারতন্ত্র তুলে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মোদি৷ পাশাপাশি, নির্দোষ, যোগ্য চাকরিপ্রার্থীদের সমর্থনেও কথা বলেন৷ পূর্ব বর্ধমানের সভামঞ্চে দাঁড়িয়ে মোদির আশ্বাস, ‘‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন। তার মধ্যে যাঁরা চাকরির যোগ্য। আমরা নেক-ইমানদার লোকদের কীভাবে সাহায্য করতে পারি তার জন্য একটি লিগাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করব।’’

দক্ষিণবঙ্গ: গত বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতে রাজভবনেই করেন রাত্রিবাস। তারপর আজ, শুক্রবার বর্ধমান পূর্ব, কৃষ্ণনগরের তেহট্ট এবং বোলপুরে সভা। এদিন পূর্ব বর্ধমানে দিলীপ ঘোষ এবং দিলীপ রায়ের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন বাংলা বলেই সভার শুরু করেন মোদি। ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘‘কেম আছেন বর্ধমান বাসী? কেম আছেন দুর্গাপুরবাসী। আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম, শ্রদ্ধা ও ভালবাসা৷’’
এদিনও দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি পরিবারতন্ত্র তুলে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মোদি৷ পাশাপাশি, নির্দোষ, যোগ্য চাকরিপ্রার্থীদের সমর্থনেও কথা বলেন৷ পূর্ব বর্ধমানের সভামঞ্চে দাঁড়িয়ে মোদির আশ্বাস, ‘‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন। তার মধ্যে যাঁরা চাকরির যোগ্য। আমরা নেক-ইমানদার লোকদের কীভাবে সাহায্য করতে পারি তার জন্য একটি লিগাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করব।’’
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে এখন কত নম্বর পেলে পাশ হয় জানেন? পেতে হয় আগের চেয়েও কম…একটু খাটলেই হয়ে যায় মাধ্যমিক পাশ
মোদির কথায়, ‘‘বিজেপি ইমানদারদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। ইমানদার শিক্ষকদের চাকরি যাতে পায়, তার জন্য লড়াই করবে বিজেপি। যাঁরা ইমানদার তাঁদের ন্যায় দিতে রাজ্য বিজেপি লড়বে। এটা মোদির গ্যারান্টি৷’’
তৃণমূল, বাম এবং কংগ্রেসের ইন্ডিয়া জোটকে এক যোগে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আমাদের দেশের সংবিধানে বলা আছে ধর্মের নামে সংকক্ষণ করা হবে না। কিন্তু কংগ্রেস দেশে ধর্মের নামে সংরক্ষণ দেওয়ার চক্রান্ত করছে। এসসি এসটি, ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নিয়ে জেহাদি ভোট যেখান থেকে আসে, সেখানে দিতে চাইছে৷’’
advertisement
তাছাড়া, সম্পত্তিকর, বা ইনহেরিটেন্স ট্যাক্স প্রসঙ্গেও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘তৃণমূল, লেফট, কংগ্রেস ইন্ডিয়া জোটের সদস্যরা ভোটব্যাঙ্কের নামে সব করতে পারে। গয়না, সম্পত্তির এক্সরে করবে বলছেন। আপনার সম্পত্তির অংশ নিয়ে ভোট জেহাদের তাঁদের অংশিদারদের মধ্যে বন্টন করবে৷’’ তৃণমূলের বিরুদ্ধে ফের তোষণ রাজনীতি করার অভিযোগ তোলেন মোদি৷
আরও পড়ুন: ‘এখনও হুমকি দেওয়া হচ্ছে মহিলাদের,’ হাইকোর্টে ফের উঠল বিস্ফোরক অভিযোগ! রাজ্যের তরফে সমস্তরকম সাহায্য করার নির্দেশ
দলের মধ্যে কার্যত কোণঠাসা হয়ে পড়া দিলীপ ঘোষেরও এদিন প্রশংসা শোনা যায় মোদির কথায়৷ দিলীপকে ‘নিকট দোস্ত’ বলে উল্লেখ করে মোদি বলেন, ‘‘ওঁকে ভোট দেওয়া মানে আমার হাত শক্ত করবেন। আমাদের দিলীপ জি এত মেহনত করছেন— মানুষের আয় তো আরও বাড়বে।আমি জানি, ভারত বিকশিত হলে, সব ভারতীয়র আয় বাড়বে। আমার বাংলার, দুর্গাপুরের মানুষের আয় বাড়বে৷’’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: ‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন,’ বাংলায় দাঁড়িয়ে যোগ্য প্রার্থীদের বড় আশ্বাস নরেন্দ্র মোদির, কী জানালেন তিনি?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement