Mamata Banerjee: ‘বাড়ি আমরা করে দেব..,’ ঝড়ে ক্ষতিগ্রস্তদের কথা ভেবে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূলনেত্রী, আশ্বাস দিলেন মমতা

Last Updated:

তৃণমূলনেত্রীর কথায়, ‘‘আমি বার্নিসে গিয়েছিলাম। ঝড়ে একটা বাড়িও নেই। আমি আলিপুরদুয়ার জেলায় গিয়েছিলাম। তপসীহাটাতে যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন। আমি সাধারণ মানুষের সাথেও কথা বলেছি। এটা ঝড় জলের সময়। আর এই সময়েই আমাদের ভোট হয়। নদী মাতৃক দেশ হল বাংলা। সবচেয়ে বেশি সাইক্লোন হয় বাংলা আর বাংলাদেশে৷’’

কলকাতা: মাত্র তিন-চার মিনিটের ঝড়। তাতেই তছনছ হয়ে গেল জীবন। সেই বিভীষিকাময় রাতের পরে এখনও এক সপ্তাহও কাটেনি। ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪ জন মানুষ৷ আহত হয়েছেন ১৫৬ জন৷ ‘মিনি টর্নেডো’য় ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকা গত বুধবারই পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার মাথাভাঙার সভা থেকে তৃণমূলনেত্রী ঘোষণা করলেন, ‘‘এই ঝড় যাদের বাড়ি নষ্ট হয়েছে। তাদের বাড়ি আমরা করে দেব। কমিশনের কাছে অনুরোধ এটা ঝুলিয়ে রাখবেন না। আমরা বাড়ি করে দেব। মানুষগুলি রাস্তায় বসে আছে৷’’
মমতা বলেন, ‘‘আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিরাট ঝড় আসায় অনেক মানুষ ঘর হারিয়েছেন। চার জন নিহত, ১৫৬ জন আহত। আমি খবর পেয়ে বিশেষ অনুমতি নিয়ে আমি বাগডোগরা আসি। নিহত আহতদের পরিজনদের সাথে দেখা করার পাশাপাশি আমি কিছু স্পট দেখি। আমাদের চিকিৎসক ও প্রশাসন দারুণ কাজ করেছে। তাদের প্রচেষ্টায় অনেকের প্রাণ বেঁচে গিয়েছে।’’
advertisement
আরও পড়ুন: ৩ সপ্তাহের মধ্যে ৩০ লক্ষের বেশি মানুষ! লোকসভা প্রচারে তপসিলির সংলাপে জোর তৃণমূলের
তৃণমূলনেত্রীর কথায়, ‘‘আমি বার্নিসে গিয়েছিলাম। ঝড়ে একটা বাড়িও নেই। আমি আলিপুরদুয়ার জেলায় গিয়েছিলাম। তপসীহাটাতে যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন। আমি সাধারণ মানুষের সাথেও কথা বলেছি। এটা ঝড় জলের সময়। আর এই সময়েই আমাদের ভোট হয়। নদী মাতৃক দেশ হল বাংলা। সবচেয়ে বেশি সাইক্লোন হয় বাংলা আর বাংলাদেশে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: গরমের ছুটিতে পুরীযাত্রায় বিরাট সুবিধা! বড় ঘোষণা রেলের, পাহাড়গামী ট্রেন নিয়েও স্বস্তির খবর
গত বুধবার চালসায় গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য নির্বাচন কমিশনের থেকে অনুমতি চাওয়া হয়েছে৷ বর্তমানে যেহেতু আসন্ন লোকসভা নির্বাচনের কারণে দেশজুড়় আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, সেই কারণে এই অনুমতি নেওয়া বাধ্যতামূলক৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: ‘বাড়ি আমরা করে দেব..,’ ঝড়ে ক্ষতিগ্রস্তদের কথা ভেবে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূলনেত্রী, আশ্বাস দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement