BJP: এতদিন ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা প্রচারে বেরিয়ে যা করলেন...! মুহূর্তে ভাইরাল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
BJP: এতদিন ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে, অমৃতা রায় জনসাধারণের মধ্যে পথে-ঘাটে, রাস্তাঘাটে ভোট প্রচার করতে রেখে আবেগে আপ্লুত অনেকেই।
নদিয়া: পলাশীপাড়া বিধানসভার চাঁদের ঘাট এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। মধ্যাহ্নভোজে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা কলা পাতায় ভাত, পাঁচ তরকারি পাত পেড়ে খেলেন কর্মীদের সঙ্গে। নদিয়ার পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট এলাকায় রাজা কৃষ্ণচন্দ্র এবং সেই পরিবারের বিভিন্ন সদস্যদের নদিয়া জেলায় যে অবদান, তা তুলে ধরে আবেগের ভোট প্রচার করেন অমৃতা রায়।
প্রথমবার নয়, এর আগে বারে বারে অমৃতা রায়কে দেখা গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে। জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো এবং বারোদোলের মেলায় রানিমার দেখা-সাক্ষাৎ পেতেন আপামর কৃষ্ণনগরবাসী। তবে অমৃতা রায় এভাবে জনসাধারণের মধ্যে পথে-ঘাটে রাস্তাঘাটে এভাবে ভোট প্রচার করতে রেখে আবেগে আপ্লুত অনেকেই।
আরও পড়ুনঃ সাতসকালে প্রচারে বেরিয়েছিলেন, দিলীপ ঘোষের অভিনব প্রচার দেখল বর্ধমান, তুমুল ভাইরাল ভিডিও
আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের অন্যতম সদস্য এবং বর্তমান রানিমা অমৃতা রায়। তীব্র দাবদহ উপেক্ষা করে এই গ্রাম থেকে সেই গ্রাম, এ পাড়া থেকে সেই পাড়া পায়ে হেঁটেই কর্মী সমর্থকদের সঙ্গে ভোট প্রচারে তিনি অবিচল ক্লান্তিবিহীন।
advertisement
advertisement
রাজবাড়ির অন্দরমহলে থাকা রানিমা এখন অতি সাধারণ, তাই মধ্যাহ্নভোজ সারেন কর্মী সমর্থকদের সঙ্গে বসে। কলাপতায় নিরামিষ পাঁচপদ পরম তৃপ্তি সহকারে খান চেটেপুটে। এরপর আবারও বিকেল ও সন্ধ্যায় প্রচারে নেমে পড়েন তিনি। প্রচার চলে আনুমানিক রাত দশ’টা পর্যন্ত।
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 5:16 PM IST