CPIM: একেবারে অন্য ধারার জনসংযোগ! সৃজনকে নিয়ে কী বলছে কেন্দ্র যাদবপুর? কতটা আশাবাদী? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
CPIM: যাদবপুর কেন্দ্রে বামেদের প্রার্থী তালিকায় নাম প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচারে নেমে পড়েছেন সৃজন ভট্টাচার্য। এলাকায় এলাকায় ঘোরার সময় যখনই দেখছেন কোথাও খেলা হচ্ছে, নেমে পড়ছেন মাঠে।
কলকাতাঃ গত বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিল শাসক তৃণমূল কংগ্রেস। সেই স্লোগান এতটাই জনপ্রিয় হয়েছিল যে ভোটের পরেও এই স্লোগানকে বারবার ব্যবহার করেছে তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে ‘খেলা হবে’ স্লোগান ব্যবহার করা হচ্ছে। মঞ্চে বক্তব্য পেশ করার সময়ও তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব এই স্লোগান উচ্চারিত করছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই স্লোগান কর্মীদের উজ্জীবিত করতে ভাল কাজ করেছে। আবার এই স্লোগানের সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা।
‘খেলা হবে’ স্লোগানকে অনেকেই উস্কানি মূলক বক্তব্য বলেও কটাক্ষ করেছেন। তবে স্লোগান নয় মাঠে নেমে রীতিমতো খেলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন বরাবরই ক্রীড়াপ্রেমী বলে পরিচিত। সে রাত জেগে টিভিতে খেলা দেখাই হোক, স্টেডিয়ামে প্রিয় দলের হয়ে গলা ফাটানো বা ব্যাট হাতে ময়দানে নেমে পড়া, সবেতেই বেশ পারদর্শী।
advertisement
আরও পড়ুনঃ বসিরহাটে বিরাট চমক দিল সিপিএম! কে হচ্ছেন এই কেন্দ্রের প্রার্থী? বৈঠক শেষে বাজিমাত আলিমুদ্দিনের
সংগঠনের মধ্যেও যতবার খেলাধুলা হয়েছে ততবারই নিজেকে প্রমান করেছেন সিপিএমের তরুণ এই রাজ্য সম্পাদক। ফুটবল, ক্রিকেট ছাড়াও ভলি, কাবাডি, সুইমিং, বক্সিং, হকি, ক্যারাম, দাবা- সহ আরো বহু খেলাতে আগ্রহী তিনি। যাদবপুর কেন্দ্রে বামেদের প্রার্থী তালিকায় নাম প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচারে নেমে পড়েছেন তিনি। এলাকায় এলাকায় ঘোরার সময় যখনই তিনি দেখছেন কোথাও খেলা হচ্ছে নেমে পড়ছেন মাঠে। তাঁর খেলা দেখে মুগ্ধ হচ্ছেন এলাকার মানুষ।
advertisement
advertisement
জয়নগরের চালতাবেড়িয়া এলাকায় তাঁর ভলিবল খেলা দেখে এলাকার একজন দর্শক বলেন, “ওনার বক্তব্য শুনেছি। অসাধারণ কথা বলেন। আজ খেলা দেখলাম। দেখেই বোঝা যায় বেশ চর্চা রয়েছে। এখন আরও অনেক খেলা দেখানো বাকি এই তরুণ প্রার্থীর।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 1:24 PM IST