Lok Sabha Election 2024: মেদিনীপুরে মহাগুরু! শেষ বেলায় প্রচারে অগ্নিমিত্রার পাশে মিঠুন

Last Updated:

Mithun Chakraborty lok sabha election: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

+
মেদিনীপুরে

মেদিনীপুরে মহাগুরু! শেষ বেলায় প্রচারে অগ্নিমিত্রার পাশে মিঠুন

পশ্চিম মেদিনীপুর: শেষ বেলায় প্রচারে হেভিওয়েট প্রার্থীদের সমর্থনে তারকাদের আনাগোনা লেগেই আছে। মঙ্গলবার মেদিনীপুরে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করলেন রূপোলি পর্দার ‘এমএলএ ফাটাকেষ্ট’।
প্রার্থীকে সঙ্গে নিয়ে সুসজ্জিত গাড়িতে প্রচার করেন মিঠুন চক্রবর্তী। সোমবার বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার পর মঙ্গলবার সকালে প্রার্থীকে সঙ্গে নিয়ে সুসজ্জিত রোড শো করলেন মিঠুন।
advertisement
advertisement
এদিন বেলা বারোটা নাগাদ তিনি মেদিনীপুর শহরে আসেন। হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন মন্তব্য করেছেন চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের সাজসজ্জা এবং তাকে সাজিয়ে তোলার দায়িত্ব সামলেছেন অগ্নিমিত্রা পাল।
মেদিনীপুর শহর লাগোয়া কুইকোটা হেলিপ্যাডে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানায় বিজেপি কর্মী সমর্থকেরা। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় থেকে প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে রোড শো করেন মিঠুন। মাইক, বাদ্য-বাজনা সহযোগে মেদিনীপুর শহরে প্রচার করেন অভিনেতা মিঠুন।
advertisement
তবে প্রার্থীকে নিয়ে বিশেষ সুসজ্জিত গাড়ি মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকা পেরোনোর সময় উত্তেজনা, বচসার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে।
তবে এবারে হাইভোল্টেজ কেন্দ্র মেদিনীপুর লোকসভা। দিলীপ ঘোষের জয়ী কেন্দ্রে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। অন্যদিকে বিপক্ষ দলের প্রার্থী তৃণমূলের জুন মালিয়া। দুই প্রার্থী ভোটে জয়লাভের জন্য প্রস্তুত। হেভিওয়েটদের নিয়ে প্রচার সারছেন তারা। তবে মাঝে আর কটা দিন পর নির্বাচন, কে জয়লাভ করে তা বলবে সময়।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: মেদিনীপুরে মহাগুরু! শেষ বেলায় প্রচারে অগ্নিমিত্রার পাশে মিঠুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement