Lok Sabha Election 2024: তৃণমূলের তারকা প্রার্থীর প্রচারে আরও এক তারকা! প্রচার মঞ্চেই তীব্র ক্ষোভ প্রকাশ প্রাক্তন ক্রিকেটারের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Lok Sabha Election 2024: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আর সেই তারকা প্রার্থীর হয়ে দুর্গাপুরে প্রচার সারলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বিশ্বকাপ জয়ী দলের এই প্রাক্তন ক্রিকেটার প্রচার চালাচ্ছেন লাগাতার। আর সেই তারকা প্রার্থীর হয়ে দুর্গাপুরে প্রচার সারলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। দুর্গাপুর গ্যারেজ মোড় এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে একটি জনসভা করেছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুনঃ ৪ ফ্ল্যাট, ৩০ লক্ষের গাড়ি, কোটি কোটি টাকার গয়না… তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের সম্পত্তি অবাক করবে
প্রচার মঞ্চ থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। নিজের ক্রিকেট জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন এই জনসভা থেকে। মনোজ তিওয়ারির অভিযোগ, তিনি ভাল খেলার পরেও তাকে দল থেকে বাইরে রাখা হয়েছিল। একাধিক ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। যে কারণে নিজের ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় তার নষ্ট হয়েছে। ক্রিকেট জীবনে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
advertisement
দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর প্রচার মঞ্চ থেকে মনোজ তিওয়ারি ক্রিকেটে রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বর্তমানে যারা ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ, একটা সময় তাঁদের অনেককে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির শিকার হয়ে তাঁর ক্রিকেট জীবন নষ্ট হয়েছে। তারপরেই তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
advertisement
উল্লেখ্য, আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মাঠে-ঘাটে নেমে প্রচার চালাচ্ছেন। আর তৃণমূলের সেই তারকা প্রার্থীর হয়ে প্রচার চালালেন মনোজ তিওয়ারি। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দোলের সদস্য কীর্তি আজাদের হয়ে প্রচারে এসে ঝড় তুললেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2024 3:45 PM IST