Kareena-Karisma Lok Sabha Election 2024: করিনা-করিশ্মা কি এবার রাজনীতিতে! ভোটের আগে তুমুল জল্পনা, তাহলে কোন দলে নবাব-পত্নী!

Last Updated:

Kareena Kapoor-Karisma Kapoor May Join Shiv Sena: শোনা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন দুই তারকা বোন। কাপুর পরিবারের সঙ্গে শিবসেনার একটি পুরনো যোগসূত্র রয়েছে।

করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান
করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান
মুম্বই: লোকসভা নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে। মহারাষ্ট্রের রাজনৈতিক ময়দানের নানা ধরনের অদলবদল অথবা সংযুক্তির ঘটনা ঘটে চলেছে। তা ছাড়া মহারাষ্ট্র মানেই বলিউড। রাজনীতি এবং বলিউডের সম্পর্ক ফের গভীর হচ্ছে ভোট আসার আগে। জল্পনা-কল্পনা নিয়ে মুখর হয়ে উঠেছে মুম্বই নগরী। কারণ বিখ্যাত ব্যক্তিরা রাজনীতির জগতে পা রাখার কথা ভাবছেন।
এরই মধ্যে একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বলা হয়েছে, যে কাপুর পরিবারের দুই বিশিষ্ট সদস্য, অভিনেত্রী করিশ্মা কাপুর এবং করিনা কাপুর খান নাকি একনাথ শিন্ডের শিবসেনা পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশের কথা ভাবছেন৷ শোনা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন দুই তারকা বোন। কাপুর পরিবারের সঙ্গে শিবসেনার একটি পুরনো যোগসূত্র রয়েছে।
advertisement
advertisement
আজ, বৃহস্পতিবার প্রাক্তন বলিউড সুপারস্টার গোবিন্দাও রাজনীতিতে ফিরে এসেছেন। একনাথ শিন্ডের ‘শিবসেনা’য় যোগদান করলেন অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ৷ হাতে শিবসেনার পতাকা তুলে নিয়ে গোবিন্দা বলেন, ‘‘২০১০ থেকে ২০২৪ পর্যন্ত ১৪ বছর বনবাসে ছিলাম৷ এবার শিন্ডে জি-র ছত্রছায়ায় এবার আমি রামরাজ্যে প্রবেশ করলাম৷’’
advertisement
আর এদিকে যদি সত্যিই সইফ আলি খানের স্ত্রী করিনা এবং তাঁর দিদি করিশ্মার এই খবর সত্যি হয়, তাহলে তাঁরা কেবল শিবসেনাতেই যোগ দিচ্ছে না, আসন্ন লোকসভা নির্বাচনেও বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারেন বলেও মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kareena-Karisma Lok Sabha Election 2024: করিনা-করিশ্মা কি এবার রাজনীতিতে! ভোটের আগে তুমুল জল্পনা, তাহলে কোন দলে নবাব-পত্নী!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement