Kajal Nishad Heart Attack: ভোটের প্রার্থী সুন্দরী কাজল! তবে যা ঘটে গেল হঠাৎ, মাথায় হাত স্বামী-দলের নেতাদের!

Last Updated:

Kajal Nishad Heart Attack: হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। গোরক্ষপুর লোকসভা আসন থেকে লড়ছেন কাজল।

অসুস্থ কাজল নিষাদ
অসুস্থ কাজল নিষাদ
কলকাতা: প্রবল গরমে লোকসভা ভোট এবার। প্রার্থী থেকে শুরু করে সব দলের নেতাকর্মীদের দফারফা অবস্থা! এই পরিস্থিতিতে অবশ্য প্রচারে খামতি দেওয়ার কোনও সুযোগ নেই। জোরকদমে চলছে প্রচার। তবে, এরই মাঝে ভোট প্রচারে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ।
হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। গোরক্ষপুর লোকসভা আসন থেকে লড়ছেন কাজল। ঘটনার পরপরই তাঁকে গোরক্ষপুর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ওই ঘটনা ঘটে। রাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবশ্য তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, আগে থেকেই রক্তচাপ ও হার্ট সংক্রান্ত কিছু সমস্যায় ভুগছিলেন কাজল। কাজলের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও।
কাজলের স্বামী সঞ্জয় নিষাদ জানিয়েছেন, ৫ এপ্রিল জনসভায় বক্তব্য রাখার সময়ই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। আচমকা অজ্ঞান হয়ে যান কাজল। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। ডিহাইড্রিশন ও রক্তচাপের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কাজল। এমনটাই মনে করা হলেও ৭ এপ্রিল কাজলের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয়। বুকে ব্যথা অনুভব করায় ইসিজি করা হয় তাঁর। এরপরই চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কাজল। তবে, বর্তমানে কাজলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kajal Nishad Heart Attack: ভোটের প্রার্থী সুন্দরী কাজল! তবে যা ঘটে গেল হঠাৎ, মাথায় হাত স্বামী-দলের নেতাদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement