Job: 'বাংলায় ছেলেমেয়েরা আরও ১ লক্ষ চাকরি পাবে', কর্মক্ষেত্র কোথায় হবে, জানিয়ে দিলেন মমতা

Last Updated:

Job: এসএসসি দুর্নীতি নিয়ে মুখ খুলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা।

চাকরির বড় আশ্বাস মমতার
চাকরির বড় আশ্বাস মমতার
আউশগ্রাম: এসএসসি-তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে তোলপাড় রাজ্য। গোটা প্যানেল বাতিল করার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি। এরই মধ্যে বীরভূমের আউশগ্রাম থেকে আরও এক লক্ষ চাকরির আশ্বাস দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা দেউচা পাচামির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ”বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, আমি নিজে এত এসি ব্যবহার করি না। বিদুৎ অপচয় করবেন না। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাঁচামি থেকে।”
এরপরই এসএসসি দুর্নীতি নিয়ে মুখ খুলতে গিয়ে মমতা বলেন, ”চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। কোন দফতর কীভাবে চাকরি দেয়, সেটায় আমি মাথা ঘামাই না। সেটা সেই দফতরের ব্যাপার। কিন্তু আমার খারাপ লেগেছে। বিজেপির নেতাদের বলব, যারা এই সব কেস করে যারা কালির কলমে এই সব কাজ করছ, তাদের যদি বলা হয় টাকা ফেরত দিতে তারা কি পারবেন দিতে? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি শিক্ষকরা চাকরি করবে না? কোর্ট আটকে দিচ্ছে। বিজেপির একটা মহামিলন কেন্দ্র। অন্য কেউ যদি বিচার হয়, বিচার পাবেন না। যারা মানুষের চাকরি খাচ্ছে, তারা আসামীদের জামিন দিয়ে দিচ্ছে। আমি বিচারপতিদের নিয়ে বলব না। কিন্তু আমি রায় নিয়ে বলছি। তুমি স্ক্রুটিনি করতে দিতে পারতে। কিন্তু একবারে ২৬ হাজার চাকরি খাওয়া! এটা কি একেবারে মজার মুলুক?”
advertisement
advertisement
হাইকোর্টের এই নির্দেশের সঙ্গে বিজেপিকেও জুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত মানুষের চাকরি যাওয়ার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। তৃণমূল নেত্রীর কথায়, ”২৬ হাজার চাকরি খাওয়ার প্রতিবাদে সরকারি কর্মচারীদের বলব, বিজেপিকে একটা ভোট দেবেন না! কে জানে, আবার চাকরি খাবে কবে? এরা কোর্ট কিনে নিয়েছে, এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই, এনআইএ কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের থেকে এখনও বিচারের আশা করি।”
advertisement
যদিও এই পরিস্থিতিতে আশ্বাসের ডালিও উপুড় করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ”১১ লক্ষ বাড়ির কাজ আগামী ৬ মাসের মধ্যে করে দেব। আপনারা কি মনে করেন বিজেপি কি ক্ষমতায় আসবে? এবার উত্তরপ্রদেশে ভাল লড়াই করছে অখিলেশ। বিহারে এত সিট পাবেন? চেন্নাইতে তো শূন্য সিট পাবেন। কর্নাটকে আগের বার সব সিট পেয়েছিলেন। এবার পাবেন না।”
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Job: 'বাংলায় ছেলেমেয়েরা আরও ১ লক্ষ চাকরি পাবে', কর্মক্ষেত্র কোথায় হবে, জানিয়ে দিলেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement