Meghalaya Election Result 2023: মধ্যরাতে হিমন্ত-কনরাড মিটিং, মেঘালয়ের ভাগ্য কি ভোটের ফলের আগেই নির্ধারিত?

Last Updated:

Meghalaya Election Result 2023: তাহলে তৃণমূলের কী ভূমিকা থাকতে পারে? এখনও পর্যন্ত বিজেপি ও কংগ্রেসের থেকে তিনটি বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল৷

কনরাড সাংমার ফাইল ছবি
কনরাড সাংমার ফাইল ছবি
নয়াদিল্লি: মেঘালয় নির্বাচনের ফল প্রকাশের আগেই ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে রাখতে চাইছে বিজেপি? বুধবার নির্বাচনের ফল ঘোষণার আগেই হয়ত সেই কারণেই রুদ্ধদার মিটিং করল বিজেপি৷ সঙ্গী এনপিপি৷ সূত্রের খবর, নির্বাচনের ময়দানে তীব্র প্রতিদ্বন্দ্বী কনরাড সাংমার এনপিপি ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার বৈঠক করেছেন৷ তাতেই বাড়ছে নতুন তত্ত্ব৷
মেঘালয়ের সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে বলা যায়, সেখানে আপাতত ২৮টি আসনে এগিয়ে আছে এনপিপি, ন’টি আসনে জিতেছে এই দল৷ আর এখনও পর্যন্ত দু’টি আসনে জয় পেয়েছে বিজেপি, এগিয়ে আছে আরও দু’টি আসনে৷ ফলে এই দুই দল মিলে যদি জোট তৈরি করে, তা হলে এদের সর্বমোট আসন সংখ্যা হতে পারে ৩২৷ ফলে সহজে সরকার গড়তে পারবে এই দুই দল৷ সেই অঙ্কেই কি শেষ পর্যন্ত এগোবে মেঘালয়ের রাজনীতি?
advertisement
advertisement
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, তৃণমূল এখনও পর্যন্ত মেঘালয়ে ভোট পেয়েছে ১২.৯৪ শতাংশ৷ অন্য দিকে বিজেপি পেয়েছে ৮.৮১ শতাংশ৷ শতাংশের বিচারে এনপিইপি শতাংশের বিচারে ভোট পেয়েছে ৩১.৬৭ শতাংশ৷ অন্য দিকে ইউডিপি এখনও পর্যন্ত ১৬.২২ শতাংশ৷ অন্যরা পেয়েছে ৯.৯৬ শতাংশ৷
advertisement
তাহলে তৃণমূলের কী ভূমিকা থাকতে পারে? এখনও পর্যন্ত বিজেপি ও কংগ্রেসের থেকে তিনটি বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল৷ তৃণমূল জিতেছে একটি আসনে, আর এগিয়ে আছে ছ’টি আসনে৷ ফলে সাতটি আসন জিততে পারে তৃণমূল৷ এখন বিষয় হল, তা হলে তৃণমূলের ভূমিকা কী হবে, সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Meghalaya Election Result 2023: মধ্যরাতে হিমন্ত-কনরাড মিটিং, মেঘালয়ের ভাগ্য কি ভোটের ফলের আগেই নির্ধারিত?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement