Rahul Gandhi: দেখতে সাদ্দাম হুসেনের মতো লাগছে! রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারত জোড়ো যাত্রা চলাকালীন মুখে বড় দাড়ি রাখতে দেখা গিয়েছে রাহুল গান্ধিকে৷
#আহমেদাবাদ: রাহুল গান্ধিকে দেখতে সাদ্দাম হুসেনের মতো হয়ে যাচ্ছে৷ এ ভাবেই কংগ্রেস সাংসদকে তীব্র কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ একই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, চেহারা সাদ্দাম হুসেনের মতো না করে সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু অথবা মহাত্মা গান্ধির মতো করার চেষ্টা করতে পারতেন রাহুল গান্ধি৷
অসমের মুখ্যমন্ত্রীর এই কটাক্ষের জবাব দিয়ে কংগ্রেসের শীর্ষ নেতা মণীশ তিওয়ারি বলেন, হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য সস্তার ট্রোল করার মতো৷
ভারত জোড়ো যাত্রা চলাকালীন মুখে বড় দাড়ি রাখতে দেখা গিয়েছে রাহুল গান্ধিকে৷ তার এই নতুন লুক-কেই কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
মঙ্গলবার আহমেদাবাদে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'একটু আগেই দেখলাম রাহুল গান্ধির চেহারা বদলে গিয়েছে৷ আমি কয়েকদিন আগেও একটি টিভি সাক্ষাৎকারে বলেছি, চেহারায় বদল আনার চেষ্টার মধ্যে কোনও ভুল নেই৷ কিন্তু যদি চেহারায় বদল আনতেই হয়, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল অথবা জওহরলাল নেহরুর মতো করুন৷ গান্ধিজির মতো দেখতে লাগলেও ভাল লাগবে৷ কিন্তু আপনার মুখটা সাদ্দাম হুসেনের মতো হয়ে যাচ্ছে কেন? কারণ কংগ্রেসের সংস্কৃতি ভারতীয়দের সঙ্গে মেলে না৷ বরং যাঁরা কোনও দিন ভারতকে বোঝেনি, তাদের সঙ্গে কংগ্রেসের ভাবনাচিন্তা মিলে যায়৷'
advertisement
রাহুল গান্ধিকে কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, গুজরাত, হিমাচল প্রদেশের মতো যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিতে ভারত জোড়ো যাত্রা নিয়ে যাচ্ছেন না রাহুল গান্ধি৷ বরং যে রাজ্যগুলিতে ভোট নেই. সেখানে পদযাত্রা করছেন তিনি৷ কারণ রাহুল গান্ধি ভাল ভাবেই জানেন, তিনি যেখানেই যাবেন, ভোটে হারবে কংগ্রেস৷
advertisement
রাহুল গান্ধির সঙ্গে মেধা পটকরকে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখা গিয়েছে৷ সেই প্রসঙ্গ তুলে হিমন্ত বিশ্বশর্মা বলেন, গুজরাতের মানুষ যাতে জল না পান তার জন্য আন্দোলন করেছিলেন মেধা পটকর৷ অথচ তাঁর সঙ্গে পদযাত্রায় হাঁটছেন রাহুল গান্ধি৷
Location :
First Published :
November 23, 2022 6:30 PM IST