Gujarat Assembly Election Results 2022: গুজরাতে বিপুল আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস-আপ বহু পিছিয়ে, মোদি রাজ্যে ফের গেরুয়া ঝড়?

Last Updated:

Gujarat Assembly Election Results 2022: লোকসভা ভোটের আগে গুজরাত আপাতত পাখির চোখ ছিল বিজেপি, কংগ্রেস, আপের মতো দলগুলির কাছে। চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে ১২ নভম্বর।

#নয়াদিল্লি: ভোট গণনার শুরুতেই গুজরাতে বিপুল ভাবে এগিয়ে গেল বিজেপি। অনেক পিছিয়ে কংগ্রেস, তার থেকে অনেক পিছনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। গুজরাতে ১৮২ আসনের গুজরাত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দরকার ৯২টি আসন। প্রতিটি বুথফেরত সমীক্ষাতেই বিপুল ভাবে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি জিতলে এ নিয়ে টানা সাত বার গুজরাতে ক্ষমতায় আসবে তারা। আর সেই সূত্রেই ফল গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ১৩৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৪১ আসনে, আপ এগিয়ে ৪ আসনে আর অন্যান্যরা এগিয়ে ৪ আসনে। এই ট্রেন্ড বজায় থাকলে সপ্তম বারের জন্য গুজরাতে ক্ষমতায় ফিরছে বিজেপিই।
লোকসভা ভোটের আগে গুজরাত আপাতত পাখির চোখ ছিল বিজেপি, কংগ্রেস, আপের মতো দলগুলির কাছে। চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে ১২ নভম্বর। নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে যদিও শুরু থেকেই বিবাদ ছিল। একসঙ্গে ফলঘোষণা হলেও, ভোটগ্রহণ কেন একসঙ্গে হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা।
advertisement
advertisement
বুথ ফেরত বিভিন্ন সমীক্ষার আগাম দাবি অনুযায়ী, সরকার গঠন বিজেপির সময়ের অপেক্ষা। এবিপি-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছিল, বিজেপি ১২৮-১৪০টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১-১৫১টি আসন। টুডে’জ চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এ বার বিজেপির আসন সংখ্যা হতে পারে ১৫০টি। উল্লেখ্য, বুথফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে, তা নয়। কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি থাকায়, এই ধরনের সমীক্ষাকে অস্বীকার করাও যায় না বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
শুরুতেই যে চিত্র সামনে আসছে, তাতে বুথ ফেরত সমীক্ষা এবার ফের মিলে যেতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Election Results 2022: গুজরাতে বিপুল আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস-আপ বহু পিছিয়ে, মোদি রাজ্যে ফের গেরুয়া ঝড়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement