Election Results 2022 | আজ গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের ফল ঘোষণা, নজর রাখুন News 18 Bangla-য়
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রায় সব এক্সিট পোলেরই পূর্বাভাস, ফের গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷ ফলাফলের অপেক্ষায় গোটা দেশ৷
#নয়াদিল্লি: আজ গুজরাতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ প্রায় সব এক্সিট পোলেরই পূর্বাভাস, ফের গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷ রেকর্ড সংখ্যক আসনও পেতে পারে তারা৷ এবারে জিতলে টানা সপ্তম বার গুজরাতে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড৷ ফলাফলের অপেক্ষায় গোটা দেশ৷
টিভি নাইন এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন। জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭টি থেকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৪-৫১টি আসন। আপের হাতে আসতে পারে ৬-১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন। P-MARQ- এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ টি আসন।
advertisement
আরও পড়ুন: মমতার সফরকালেই কেন্দ্রীয় মন্ত্রীর ফোন রাজ্যের মন্ত্রীকে, বাংলার জন্য বিরাট সুখবর!
হিমাচলে ত্রিশঙ্কু অবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে নিউজ এক্স এবং পি মার্কের বুথ ফেরত সমীক্ষা। নিউজ এক্সের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, হিমাচলে বিজেপি পেতে চলছে ৩২ থেকে ৪০টি আসন। ২৭ থেকে ৩৪ টি পেতে পারে কংগ্রেস। অন্যদিকে, পি মার্ক বলছে বিজেপির ঝুলিতে আসবে ৩৪ থেকে ৩৯ টি আসন। কংগ্রেসের আসন ঘোরাফেরা করবে ২৭ থেকে ৩৩ এর মধ্যে। তবে এর মধ্যেও অনেকেই মনে করছে হিমাচলে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। অন্যদিকে, এই সমস্ত অন্যান্য এক্সিট পোলে রিপোর্টের সম্পূর্ণ বিপরীতে গিয়ে হিমাচলে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে ইন্ডিয়া টু ডে- মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা। এই রিপোর্ট অনুযায়ী, ৪৪ শতাংশ ভোট শেয়ার পাচ্ছে কংগ্রেস।
advertisement
advertisement
গুজরাতে বিজেপি-র সাফল্য সত্ত্বেও এখনও একটি রেকর্ড রয়েছে কংগ্রেসের দখলে৷ গত সাতটি বিধানসভা নির্বাচনে জিতলেও যে রেকর্ড ভাঙা সম্ভব হয়নি বিজেপি-র পক্ষে৷ মোদি ম্যাজিকে ভর করে এবার কংগ্রেসের সেই রেকর্ড বিজেপি ভাঙতে পারে কি না, তা জানা যাবে আজই৷ এবারে অবশ্য গুজরাতে কংগ্রেসকে নিয়ে সেভাবে আশার আলো দেখছেন না কেউই৷ তার উপরে কংগ্রেসের ভোটে থাবা বসাতে পারে আম আদমি পার্টিও৷ এই পরিস্থিতিতে অতীত গরিমাই এখন গুজরাতে কংগ্রেসের নেতা কর্মীদের একমাত্র ভরসা৷ মোদি ম্যাজিকে ভর করে বিজেপি-ও কংগ্রেসের তৈরি রেকর্ড ভাঙতে পারে কি না, বৃহস্পতিবার সেদিকেও নজর থাকবে৷
view commentsLocation :
First Published :
December 08, 2022 12:00 AM IST