East Medinipur News: বামেদের ভোট তহবিলে অনুদানের আবেদন, ৫ ঘণ্টায় কত টাকা উঠল? চমকে দেবে অঙ্ক!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
East Medinipur News: বামেদের ভোট তহবিলে অনুদানের আবেদন, অভূতপূর্ব সাড়া সাধারণ মানুষের। বামেদের ভোট তহবিলে আবেদন, ঘন্টায় কত টাকা উঠল জানলে অবাক হবেন!
তমলুক: বামেদের ভোট তহবিলে অনুদানের আবেদন, অভূতপূর্ব সাড়া সাধারণ মানুষের। বামেদের ভোট তহবিলে আবেদন, ঘণ্টায় কত টাকা উঠল জানলে অবাক হবেন, নিশ্চিত। এলাকার মানুষের অভূতপূর্ব সাড়া দেখে চোখ কপালে বাম কর্মী-সমর্থকদেরও।
লোকসভা নির্বাচন চলছে। নির্বাচনী খরচ তুলতে বামেরা জেলার বিভিন্ন প্রান্তে বাজার হাটে বাজারে মানুষের কাছে সাহায্য প্রার্থী হয়েছে। তবে এবার অভিনব পন্থায় সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানাল নির্বাচনী খরচের অনুদানের জন্য। আর সেই আবেদনে সাধারণ মানুষ অভূতপূর্বভাবে সাড়া দিল। মাত্র ৫ ঘণ্টায় উঠে এল প্রায় দেড় লক্ষ টাকা।
নির্বাচনী খরচ মেটাতে বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে। এবার নির্বাচনী খরচ চালাতে একেবারে অভিনব পন্থা অবলম্বন করল সিপিআইএম-সহ বাম দলগুলি। তারা ভরসা রেখেছে সাধারণ মানুষের ওপর। সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অর্থ সাহায্যেই এবার লোকসভার নির্বাচন লড়তে চায় সিপিআইএম-সহ বাম দলের প্রার্থীরা। আর সেখানেই বড় চমক দিলেন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে বামেরা নবীন প্রজন্মের মুখের ওপর ভরসা রেখেছে। আইনজীবী ও যুব বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোট লড়ছেন। প্রার্থী তালিকার নাম ঘোষণার পরেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তের প্রচার জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি জেলার বাম নেতৃত্বরা নির্বাচনী খরচ চালাতে সাধারণ মানুষের কাছে সাহায্যপ্রার্থী হয়েছে। নির্বাচনী খরচ চালাতে বামেদের পাশে থাকতে দেখা গিয়েছে সমর্থকদের। কখনও নির্বাচনী প্রচার চলাকালীন অবসরপ্রাপ্ত শিক্ষকের অনুদান আবার কখনও হলদিয়ায় প্রচার চলাকালীন চাকুরীজীবীদের অনুদান পেয়েছে নির্বাচনী খরচ হিসেবে।
advertisement
তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় নির্বাচনী খরচ চালাতে নিজের সোশ্যাল মাধ্যমের পেজে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে আবেদন জানান সাধারণ মানুষকে। আর সেই আবেদনে অভূতপূর্ব সাড়া মেলে মাত্র ৫ ঘণ্টায় উঠে আসে দেড় লক্ষ টাকা। এ বিষয়ে সায়ন জানান, ‘নির্বাচনের খরচ চালাতে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছিল। আর সেখানেই সব স্তরের মানুষেরা মিলে এই অনুদান দিয়েছেন। বামেরা সাধারণ মানুষের টাকায় ভোটে লড়ছে। ভোটের পর এই অনুদানের টাকার হিসেব সাধারণ মানুষকে দেওয়া হবে।’
advertisement
তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পরেই সায়ন বন্দ্যোপাধ্যায় প্রচারে একাধিক পন্থা অবলম্বন করেছে। তীব্র গরমকে উপেক্ষা করে প্রচার পর্ব জারি রেখেছেন তিনি। নির্বাচনী খরচ চালাতে সোশ্যাল মাধ্যমের সাহায্যও নিয়েছেন। আর তাতেই মিলছে অভূতপূর্ব সাড়া।
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 6:05 PM IST