Narendra Modi: ‘ভয় পেও না, পালিয়ে যেও না,’ বর্ধমানে দাঁড়িয়েও অমেঠি-রায়বরেলি নিয়ে রাহুল গান্ধিকে খোঁচা মোদির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকালেই কংগ্রেস ঘোষণা করেছে যে, রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধি৷ কংগ্রেস সূত্রে খবর, এবারের ভোটেও প্রিয়াঙ্কা গান্ধি লড়তে চাননি। তিনি লড়লে হয়ত সমীকরণ অন্য রকম হত। কিন্তু এবার রাহুলই রায়বরেলিতে কংগ্রেসের তুরুপের তাস।
দক্ষিণবঙ্গ: অমেঠি-রায়বরেলি নিয়ে দীর্ঘ টানাপড়েনের পরে অবশেষে নামের উপরে আঙুল রাখতে পারল কংগ্রেস৷ দীর্ঘ ২০ বছরের ইতিহাসে এই প্রথম অমেঠি থেকে লড়ছে না গান্ধি পরিবারের কোনও সদস্য৷ অমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কিশোরীলাল শর্মা৷ অন্যদিকে, সনিয়া গান্ধি ভোটযুদ্ধে না নামার কথা ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলের অন্দরে জল্পনা রায়বরেলি থেকে তবে কে দাঁড়াচ্ছেন? উত্তর জানা গেল শুক্রবার৷ রায়বরেলি থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধি৷
বর্ধমান দুর্গাপুরের জনসভায় বক্তৃতা করার সময় শুক্রবার মোদি বলেন, ‘‘আমি সংসদে দাঁড়িয়েই বলেছিলাম কংগ্রেসের সবচেয়ে বড় নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাবেন না৷ তিনি রাজস্থানে পালিয়ে গিয়ে রাজ্যসভায় চলে গিয়েছেন৷ ওয়ানাদে ভোট শেষ হওয়ার পরেই আমি বলেছি শেহজাদা (রাহুল গান্ধি) হারছে৷ ওঁর আরেকটা আসন খোঁজা উচিত৷ ওঁ এত ভয় পেয়েছে যে অমেঠি ছেড়ে এবার রায়বরেলিতে পালিয়েছে৷ ওরা সব সময় সকলকে বলে ‘ডরো মত’(ভয় পেও না)৷ আমিও ওদের বলছি ‘ডরো মত, ভাগো মত (ভয় পেও না, পালিয়ে যেও না)’৷ ’’
advertisement
আরও পড়ুন: ‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন,’ বাংলায় দাঁড়িয়ে যোগ্য প্রার্থীদের বড় আশ্বাস নরেন্দ্র মোদির, কী জানালেন তিনি?
শুক্রবার সকালেই কংগ্রেস ঘোষণা করেছে যে, রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধি৷ কংগ্রেস সূত্রে খবর, এবারের ভোটেও প্রিয়াঙ্কা গান্ধি লড়তে চাননি। তিনি লড়লে হয়ত সমীকরণ অন্য রকম হত। কিন্তু এবার রাহুলই রায়বরেলিতে কংগ্রেসের তুরুপের তাস।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে এখন কত নম্বর পেলে পাশ হয় জানেন? পেতে হয় আগের চেয়েও কম…একটু খাটলেই হয়ে যায় মাধ্যমিক পাশ
প্রসঙ্গত, ২০১৯ সালে অমেঠীতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধি। এবার অমেঠি থেকে প্রার্থী করা হয়েছে গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট অমেঠী এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন।
Location :
West Bengal
First Published :
May 03, 2024 1:41 PM IST