CPIM Biman Basu: প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন, CPM-BJP প্রসঙ্গে এ কী বলে ফেললেন বিমান বসু! রাজনীতিতে গুঞ্জন
- Reported by:Mainak Debnath
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
CPIM: রানাঘাট লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী অলকেশ দাসের প্রচার উদ্দেশ্যে শান্তিপুর পাবলিক লাইব্রেরী কর্মী সভাতে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু...
নদিয়া: “আমাদের ভোটাররা যেভাবে বুঝতে না পেরে অত্যাচারিত হয়ে তৃণমূল থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল তারা সেই ভুল আর করবে না”, আসন্ন রানাঘাট লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী অলকেশ দাসের প্রচার উদ্দেশে শান্তিপুর পাবলিক লাইব্রেরীর কর্মী সভাতে এমনটাই বললেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
সামনেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলকেশ দাসের প্রচারের উদ্দেশ্যে এদিন শান্তিপুর পাবলিক লাইব্রেরির কর্মীসভাতে উপস্থিত ছিলেন সিপিআইএমের চেয়ারম্যান বিমান বসু, জেলা সিপিআইএম সম্পাদক সুমিত দে ও অন্যান্য সিপিআইএম নেতৃত্ব।
আরও পড়ুনঃ গরম পড়তেই বাড়িতে ভনভন করছে মাছি? সামান্য নুন-জলেই পালাবে! শুধু জানুন ব্যবহারের নিয়ম
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে এক করতে চাইছি, সেই শক্তিকে এক করতে পারলে আমরা অবশ্যই উভয় শক্তিকে পরাজিত করতে পারব। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা প্রায় হয়ে এসেছে। দু-একটি ক্ষেত্রে টুকটাক কথা আছে। সেটার নিষ্পত্তি আমাদের করতে হবে। আশা করা যাচ্ছে পাঁচ তারিখের মধ্যে আমরা ঘোষণা করতে পারব। আশা করছি তৃতীয় শক্তির উত্থান আমরা করতে পারব।”
advertisement
advertisement
সিএএ প্রসঙ্গে বিমান বসু বলেন, “সিএএ পাস হয় ২০১৯ সালে লোকসভায়। ২০১৯ সালে পাস হলে পরে দু-বছরের মধ্যেই নিয়ম-কানুন পাশ করা উচিত ছিল। তাহলে একুশের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যেত কিন্তু তা না করে ২৪ সালের নির্বাচনের আগে তেইশ সালে ওরা রুলস রেগুলেশন ঘোষণা করল। নির্বাচনের আগে ঘোষণা করল কেন? মানুষকে ভয় দেখানোর জন্য!”
advertisement
আরও পড়ুনঃ ২৫ টাকায় থাকুন অপরূপ রিসর্টে! পুরুলিয়ার এই জায়গায় না গেলে বিরাট মিস! পয়লা বৈশাখে ঘুরে আসুন
এ ছাড়াও তৃণমূল ও বিজেপি প্রার্থী সম্পর্কেও তিনি কটাক্ষ করে বলেন, “তৃণমূল এবং বিজেপির তাদের ঘর বাপসি খুব সহজেই হতে পারে। বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা ওয়াশিং মেশিন। যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসছে তাঁকে কী তৃণমূলের ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে? সেটাই জানতে চাই! সবাই একে অপরের পরিপূরক”।
advertisement
এ ছাড়াও ইলেকট্রল বন্ড সম্পর্কে তিনি বলেন, কাল থেকে জীবনদাই সমস্ত ওষুধের দাম বেড়ে যাচ্ছে। কারণ ওষুধ কোম্পানি গাদা গাদা টাকা দিয়েছে। চুক্তি করা আছে। একটু পরে করবে, এখুনি করবে না। সময় নিয়েছে, তারপরে বাড়িয়েছে। সব ক্ষেত্রেই এরকমই হচ্ছে।” আসন্ন লোকসভায় ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের জোট বাধার কথোপকথন চলছে। আর এই নিয়েই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। এ বার দেখার বিষয় আসন্ন লোকসভায় সম্পূর্ণ বামপন্থী একটি দল ডানপন্থী দলের সঙ্গে গাট ছড়া বেঁধে তৃতীয় শক্তি উত্থান করতে পারে কিনা, তা বোঝা যাবে ৪ জুন।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2024 5:43 PM IST







