Bjp Candidate: কোটি-কোটির গয়না-সম্পত্তি! মোট ১৩ কোটির সম্পত্তি বাংলার এই BJP প্রার্থীর! কে বলুন তো?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bjp Candidate: স্থাবর অস্থাবর সম্পত্তি প্রায় ১৩ কোটি! বিজেপির এই প্রার্থীর সম্পত্তির পরিমান চমকে দেবে।
জয়নগর: জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? জানলে চমকে যাবেন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্যতম একটি কেন্দ্র। এখানে দীর্ঘ কয়েক বছর ধরে বাম জমানাকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে প্রায় ৪০ বছর পর। আর এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অশোক কান্ডারী। তিনি গত লোকসভা নির্বাচনেও বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে ডক্টর অশোক কান্ডারী একটি অন্যতম মুখ।
তবে বিজেপি প্রার্থীর সম্পত্তির হিসাব জানলে আপনিও চমকে যাবেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ায় হলফনামাতে যে সম্পত্তির পরিমাণ দিয়েছে, তা থেকে জানা যাচ্ছে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের থেকে বিষয় সম্পত্তিতে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। তিনি দেখিয়েছেন তার হাতে নগদ কুড়ি হাজার টাকা এবং তাঁর স্ত্রীর হাতে রয়েছে নগদ ১০ হাজার টাকা।
advertisement
advertisement
তবে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ অনেকটাই বেশি। ব্যাঙ্কে গচ্ছিত বন্ড শেয়ার বিনিয়োগ জীবন বীমা গয়না গাড়ি মিলিয়ে প্রায় ১৩ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৩৭১ টাকার সম্পত্তি রয়েছে বিজেপি প্রার্থীর।
আর সেই তুলনায় জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের কাছে রয়েছে নগদ ২৭ হাজার টাকা এবং স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৮৩৭ টাকা ব্যাঙ্কে গচ্ছিত বন্ড ও শেয়ার বিনিয়োগ মিলিয়ে।
advertisement
—— সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 5:18 PM IST