Bjp Candidate: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! এবার কী হবে? বৃহস্পতিবারই চমক দিয়ে রেখেছিল BJP
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Bjp Candidate: একই কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী!
বীরভূম: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হয়ে গেল। আসন একটি তবে মনোনয়নপত্র জমা পড়েছে একই দলের দুটি! কিন্তু কেন কীভাবে সম্ভব? সামনে লোকসভা নির্বাচন। সামনের মাসে ১৩ তারিখ চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হবে বীরভূমে আর তার আগে বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশিষ ধরের বিকল্প প্রার্থী দিল ভারতীয় জনতা পার্টি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে দেবতনু ভট্টাচার্যের নামে বিকল্প প্রার্থীকে সঙ্গে করে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। রাজ্যের কোনও কেন্দ্রে বিকল্প প্রার্থী না দিলেও বীরভূম লোকসভা কেন্দ্রের প্রাক্তন আই পি এস অফিসার দেবাশিষ ধরের বিরুদ্ধে বিকল্প প্রার্থী দেওয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক তর্জা। কিন্তু শুক্রবার দেবাশিষ ধরের মনোনয়ন বাতিল হওয়ায় এবার বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন দেবতনুই। যদিও বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে খবর। তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন তিনি। তাঁর মনোনয়ন ত্রুটিযুক্ত বলে জানায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের দ্বারস্থ হোক। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাচ্ছেন দেবাশিষ ধর।
কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে বরখাস্ত করা হয়েছিল যার সময় কেন্দ্রীয় বাহিনীর কথিত গুলিবর্ষণে জেলার শীতলকুচিতে চারজন নিহত হয়েছিল। কোচবিহারের বিতর্কিত জেলা পুলিশ সুপার চাকরি থেকে ইস্তফা দিলেও রাজ্য সরকারের তরফ থেকে তার ছাড়পত্র দেওয়া হয়নি। যদিও এই প্রসঙ্গে দেবাশীষ ধর জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ছাড়পত্র দিয়েছেন। তাঁর কাগজপত্র দিয়েই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনও ঝুঁকি রাখতে না চেয়ে বিজেপির কার্যকর্তা দেবতনু ভট্টাচার্যকে ফের প্রার্থী করা হয়।
advertisement
জানা যায় দেবতনু ভট্টাচার্য ৯০–এর দশকে আরএসএসের প্রচারক হিসাবে সিউড়িতে আসেন। বর্তমানে তিনি বিজেপির চারটি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত ক্লাস্টার ইনচার্জ হিসাবে দায়িত্বে আছেন। বীরভূম, বোলপুর, কাটোয়া এবং বর্ধমান লোকসভা কেন্দ্রের তিনি দলের পক্ষে পর্যবেক্ষক আছেন। তাই তাঁকে প্রার্থী করে নিশ্চিন্তে থাকতে চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে দেবাশীষ ধর প্রাক্তন আইপিএস অফিসার হলেও তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন রাজনৈতিক মহলে তার এই প্রথম হাতে খড়ি। দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন আর তার আগেই ভারতীয় জনতা পার্টির এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু করেছে।
advertisement
advertisement
বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশীষ ধর এবং দেবতনু ভট্টাচার্যের বিরোধী প্রার্থী তৃণমূল কংগ্রেসের এই আসনে তৃণমূল শতাব্দী রায়।এই আসন থেকে বারবার জিতে এসেছেন তিনি। ২০০৯ সাল থেকে দীর্ঘ তিন বারের সাংসদ তিনি। তাছাড়া হেভিওয়েট প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়। সেখানে দেবাশিষ ধর আইপিএস হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নন।
advertisement
—- সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2024 1:01 PM IST