Lok Sabha Election 2024: বহরমপুর লোকসভাতে বেশ কিছু বুথে পুনরায় নির্বাচনের দাবি অধীরের
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lok Sabha Election 2024: নির্বাচন সম্পন্ন করেই মঙ্গলবার দুপুরে চেনা ছন্দে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মুর্শিদাবাদ: শেষ হয়েছে চতুর্থ দফার বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব। মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হলেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়। তবে নির্বাচন সম্পন্ন করেই মঙ্গলবার দুপুরে চেনা ছন্দে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানান, বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালারের বেশ কিছু জায়গায় রিগিং করা হয়েছে। আমরা ৬ থেকে ৭টি বুথে নতুন করে পুনরায় নির্বাচনের দাবি করব। অন্য দিকে অধীর চৌধুরী এও বলেন, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের হাব। দক্ষিণ ভারতে পশ্চিমবঙ্গ থেকে বেশি পরিমাণ শ্রমিক যায় কাজের উদ্দেশ্যে, তার কারণ পশ্চিমবঙ্গে কোনও কাজ নেই।
advertisement
advertisement
অন্য দিকে অধীরের গলায় শোনা যায় বীরভূমে কংগ্রেস প্রার্থী মিলটন রসিদ-এবং তাঁর এবার জয়ের সম্ভাবনা প্রবল। তৃণমূলকে কটাক্ষ করে অধীর এও বলেন, এত আনন্দ ও মশকরা করার সময় এটা নয়, বীরভূমে তৃণমূলের আসন হাতছাড়া প্রবল বলেই মন্তব্য করেন অধীর চৌধুরী।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বহরমপুর লোকসভা-সহ রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার-সহ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি হয়। ছাপ্পা ও রিগিং করার অভিযোগ তোলে কংগ্রেস। অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের দিকে। আর সেই সমস্ত বুথেই এবার নতুন করে পুনঃনির্বাচনের দাবি করলেন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 5:01 PM IST