Abhishek Banerjee: দিল্লির পর এবার মুম্বই! অভিষেকের চমকপ্রদ 'অভিযান'! কেন সফর, তুঙ্গে জল্পনা

Last Updated:

Abhishek Banerjee: সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বুধবার রাতেই এক প্রস্থ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুম্বই যাচ্ছেন অভিষেক
মুম্বই যাচ্ছেন অভিষেক
নয়াদিল্লি: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৯ আসনে জয় এনে দিয়েছেন দলকে। এরপরই সর্বভারতীয় স্তরেও অভিষেকের গুরুত্ব বেড়েছে। বুধবার ইন্ডিয়ার বৈঠকেও অভিষেকের কথা আলাদা ভাবে উল্লেখ করেছেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি। ইন্ডিয়ার বৈঠকের পর সমাজবাদী পার্টির নেতা অখিলেশের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেক। এরপর এবার মুম্বই যাচ্ছেন অভিষেক। সূত্রের খবর, মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন অভিষেক, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন উদ্ধবের আদিত্য ঠাকরে।
এর আগে সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বুধবার রাতেই এক প্রস্থ বৈঠক করেন অভিষেক। টানা ৪৫ মিনিট কথা হয় তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির দুই শীর্ষ নেতা।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বৈঠকে বসেন আম আদমি পার্টি (আপ)-র রাঘব চাড্ডাদের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলার দিকে দিল্লিতে অভিষেকের বাড়িতে যান অরবিন্দ কেজরিওয়ালের দলের দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা।
advertisement
তবে দু’টি বৈঠক প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এগুলি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’। তবে ভোটের পর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির মধ্যে সমান্তরাল কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, জোট শরিকদের মধ্যে কংগ্রেসের পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তারা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া তৃণমূল। সংখ্যাধিক্যে সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস বাকিদের টেক্কা দিয়েছে। এই পরিস্থিতিতে এবার উদ্ধবের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: দিল্লির পর এবার মুম্বই! অভিষেকের চমকপ্রদ 'অভিযান'! কেন সফর, তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement