#EgiyeBangla: তমলুক স্টেডিয়ামে হবে আধুনিক গ্যালারি, প্রশাসনের উদ্যোগে খুশি ক্রীড়াপ্রেমীরা
Last Updated:
#তমলুক: রাজ্য সরকারের উদ্যোগে খোলনলচে বদলেছে তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডের। সুন্দর গ্যালারিতে সেজেছে ময়দান। তৈরি হয়েছে জিমন্যাসিয়ামও। নতুন স্টেডিয়াম পেয়ে ক্রীড়াপ্রেমীরা খুশি।
মাঠ ছিল ঠিকই। তবে ছিল না উন্নত স্টেডিয়াম। দর্শকদের জন্য আধুনিক গ্যালারিও ছিল না। তমলুকে স্টেডিয়ামের দাবিতে স্থানীয় বাসিন্দা থেকে ক্রীড়াপ্রেমী সবাই একাধিকবার দাবি জানিয়েছেন। উত্তরে বাম সরকারের আমলে প্রতিশ্রুতি ছাড়া িকছুই পাওয়া যায়নি। নতুন সরকার ক্ষমতায় আসার পর হাল বদলেছে। রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডের সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হলদিয়া উন্নয়ন পর্ষদ ও সাংসদ তহবিলের টাকায় নতুন করে সেজেছে তমলুক স্টেডিয়াম।
advertisement
advertisement
সেজেছে তমলুক স্টেডিয়াম
----------------------------
- দর্শকদের জন্য আধুনিক গ্যালারি
- আধুনিক জিমন্যাসিয়ামের জন্য টাকা
- সাংসদ তহবিলের ৬০ লক্ষ টাকা
- ড্রেসিং রুম, এসি রুম ও পানীয় জলের ব্যবস্থা
advertisement
- মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা
নতুন এই স্টেডিয়ামে খেলাধূলার আনন্দ যেন বেড়ে গেছে। রোজ নতুন উদ্যমে মাঠে নামছে খেলোয়াড়রা। পুর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে স্টেডিয়াম বলতে একমাত্র রাখাল মেমোরিয়াল গ্রাউন্ডই ভরসা। সেই স্টেডিয়ামের খোলনোলচে বদল হওয়ায়
খুশি কোচও। তমলুক স্টেডিয়ামে খেলাধূলা চালিয়ে যেতে আর কোনও বাধা েনই। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে উৎসাহ পেয়েছে আট থেকে আশি। তমলুক বলছে, খেলতে ভালবাসি।
view commentsLocation :
First Published :
September 29, 2018 11:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: তমলুক স্টেডিয়ামে হবে আধুনিক গ্যালারি, প্রশাসনের উদ্যোগে খুশি ক্রীড়াপ্রেমীরা