West Medinipur News: AI-নিয়ে পড়তে চান? প্রফেশনাল কোর্স চালু হচ্ছে ‘এই কলেজে’, NAAC এর বিচারেও পেয়েছে A+ গ্রেড

Last Updated:

চাকরি নির্ভর সমাজে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে প্রফেশনাল কোর্স চালু করতে চলেছে বেলদা কলেজ।

+
AI-নিয়ে

AI-নিয়ে পড়তে চান? প্রফেশনাল কোর্স চালু হচ্ছে ‘এই কলেজে’, NAAC এর বিচারেও পেয়েছে A+ গ্রেড

বেলদা: প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত বেলদা কলেজ। ছোট চালা ঘর থেকে আজ বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে বেলদার এই স্বনামধন্য কলেজ। শিক্ষার পরিকাঠামো, শিক্ষার গুণগত মান, পড়াশোনার পরিবেশ-সহ একাধিক গুণের নিরিখে বেলদা কলেজ ন্যাকের ভিত্তিতে এ প্লাস গ্রেড পেয়েছে। ন্যাকের বিচারে বিদ্যালয়ের এই প্রাপ্তির পর প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই কলেজে বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু হতে চলেছে।
ন্যাকের বিচারে এ প্লাস গ্রেড প্রাপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বেলদা কলেজ কর্তৃপক্ষ। বেলদা কলেজের সভা কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই কলেজের এই সাফল্যের কথা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি তথা এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র মন্ডল, বর্তমান অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা প্রমুখ।
গত ২৪শে জুন শনিবার ন্যাকের বিচারে এ প্লাস গ্রেড প্রাপ্তির খবর আসে বেলদা কলেজের কাছে। এই প্রাপ্তিতে খুশি বেলদা কলেজ কর্তৃপক্ষ। গত ৩১শে মে ও ১ জুন ন্যাশনাল এসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পরিদর্শক দল বেলদা কলেজ পরিদর্শন করে।
advertisement
advertisement
২০১৫ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেলদা কলেজে ইউজিসি’র তত্ত্বাবধানে সেই সময় ন্যাকের বিচারে বি গ্রেড পেয়েছিল। আটবছর পর মিলল এ প্লাস গ্রেড। এরপরই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একাধিক প্রফেশনাল কোর্স চালু করার তোড়জোড় শুরু হয়েছে। বেলদা কলেজের অধীনে মহিলা আই টি আই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোর্স, কৃষিবিদ্যার বিভিন্ন বিষয় পড়ানোর ভাবনা কলেজের।
advertisement
প্রসঙ্গত চলতি শিক্ষা বর্ষ থেকে স্নাতক স্তরে চার বছরের কোর্স চালু হতে চলেছে। তবে মহাবিদ্যালয়ে পরিকাঠামো গত এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের বিষয়ে জোর দিতে বিশেষ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মহাবিদ্যালয় কর্তৃপক্ষ।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Medinipur News: AI-নিয়ে পড়তে চান? প্রফেশনাল কোর্স চালু হচ্ছে ‘এই কলেজে’, NAAC এর বিচারেও পেয়েছে A+ গ্রেড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement