West Bengal HS Results 2022: উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ আজ! একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা, জানা যাবে আগামী বছরের পরীক্ষাসূচি?

Last Updated:

West Bengal HS Results 2022: সকাল ১১টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ। বেলা বারোটা থেকে ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বেলা ১২টা থেকেই নিউজ18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ প্রতীকী ছবি
উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ প্রতীকী ছবি
তবে শুক্রবার ফল প্রকাশ হলেও ২০ জুন থেকে ছাত্রছাত্রীরা ফলাফল ও মার্কশিট পাবেন স্কুল গুলি থেকে (West Bengal HS Results 2022)। আর সেই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে। প্রতিবারের মত এবারেও প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর তাকে ঘিরেই কৌতুহল তুঙ্গে কোন জেলা থাকবে শীর্ষে? গত কয়েকবছরে নিরিখে দেখা গিয়েছে কলকাতার তুলনায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে জেলাগুলি এগিয়ে রয়েছে। এবারেও সেই একই রকম ফলাফল হয় নাকি সে দিকেই নজর রয়েছে ছাত্র-ছাত্রীদেরও।
advertisement
advertisement
এবছর প্রথম হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের মোট সাড়ে ছয় হাজারের বেশি স্কুলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। যদিও আগামী বছর থেকে পুরনো নিয়মেই ফেরার পরিকল্পনা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal HS Results 2022)।
advertisement
এদিনের সাংবাদিক বৈঠকে সেই সংক্রান্ত কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই সংসদ সূত্রে খবর। পাশাপাশি আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে তা নিয়েও ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই নিয়মেই আগামী বারের পরীক্ষাসূচি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের মাঝামাঝি শুরু করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত এ বছর কত সিলেবাস এর উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তা আগেই জানিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জেরে একটি নির্দিষ্ট পরিমাণে সিলেবাসের ওপরই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে অবশ্যই নজরে থাকবে এবারের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের ফলাফল কেমন? সংসদ সূত্রে খবর ক্রমশই পড়ছে পড়ুয়াদের বিজ্ঞান পড়ার প্রবণতা। এ বছর মোট পরীক্ষার্থী মাত্র ১০ শতাংশ পরীক্ষার্থী বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal HS Results 2022: উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ আজ! একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা, জানা যাবে আগামী বছরের পরীক্ষাসূচি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement