College Admission: অবশেষে দিন ঘোষণা! ১৭ জুন থেকে ভর্তি শুরু স্নাতক স্তরে, কখন থেকে চালু হবে অনলাইন পোর্টাল? সময় জানিয়ে দিল শিক্ষা দফতর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
College Admission: উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর থেকেই ছাত্রছাত্রীরা অপেক্ষায় স্নাতক স্তরে ভর্তির জন্য।
কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর থেকেই ছাত্রছাত্রীরা অপেক্ষায় স্নাতক স্তরে ভর্তির জন্য। এবার স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র ভর্তির অনলাইন পোর্টাল চালু করার কথা ঘোষণা করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
১৭ জুন দুপুর দু’টোর সময় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পোর্টাল চালু হবে। বৃহস্পতির বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানাল উচ্চ শিক্ষা দফতর। প্রসঙ্গত, এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির প্রক্রিয়া হবে। ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪৬০ টি কলেজ এই অনলাইন প্রক্রিয়ায় অংশ নিতে চলেছে, জানাল উচ্চশিক্ষা দফতর।
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পেরিয়ে গিয়েছে প্রায় ১ মাস। ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে কলেজে ভর্তির অপেক্ষায় ছিলেন। বুধবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে খুব শীঘ্রই পোর্টাল খোলা হবে। চলতি সপ্তাহের মধ্যেই যে পোর্টাল খুলে যাবে তার ইঙ্গিতও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই অনুযায়ী প্রকাশিত হবে বিজ্ঞপ্তি, এমনটাও জানিয়েছিলেন তিনি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 7:37 PM IST