আজ নজরে রাজভবনের বৈঠক, উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল, থাকবেন শিক্ষামন্ত্রীও

Last Updated:

এদিন সকাল ১০.৩০ টা থেকে শুরু হয় এই বৈঠক। তবে ৫ বিশ্ববিদ্যালয় আপাতত উপাচার্যহীন থাকায় বৈঠকে ৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকছেন না।

আজ নজরে রাজভবনের বৈঠক, উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল, থাকবেন শিক্ষামন্ত্রীও
আজ নজরে রাজভবনের বৈঠক, উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল, থাকবেন শিক্ষামন্ত্রীও
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেই বৈঠকে বসতে চান রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে বসার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন রাজ্যের নয়া রাজ্যপাল। এবার উচ্চ শিক্ষা দফতরের আইন মেনেই উচ্চশিক্ষা দফতর মারফত উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উচ্চ শিক্ষা দফতর আগেই আইন সংশোধন করেছিল যে উপাচার্যদের সঙ্গে কোনও কথা বলতে গেলে উচ্চ শিক্ষা দফতর মারফত রাজভবনকে বলতে হবে। রাজ্যের দায়িত্বে এসে উচ্চ শিক্ষা দফতরের সেই আইন মেনেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকলেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ, মঙ্গলবার সকাল ১১ টা-র বৈঠকে উপস্থিত থাকতে ইতিমধ্যে উচ্চ শিক্ষা দফতরের তরফে ই-মেল করে সব উপাচার্যদের জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা সচিবও।
advertisement
advertisement
রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু শেষমেশ সেই বৈঠকে না যোগ দেওয়ার জন্য উচ্চ শিক্ষা দফতরের তরফে উপাচার্যদের বারণ করে দেওয়া হয়েছিল। উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল আইন না মেনে উপাচার্যদের সরাসরি চিঠি পাঠিয়ে ডাকছেন। তার জেরে রাজ্য- রাজ্যপাল সংঘাতও হয়। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সঙ্গে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম নিয়েও রাজভবনের সঙ্গে বারে বারে সংঘাতে জড়িয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তথা রাজ্য। তবে এবার উপাচার্যদের বৈঠকে ডাকা নিয়ে আইন মেনে চলায় রাজভবনের তরফে আর কোনও বিতর্ক থাকছে না। এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ‘‘উচ্চ শিক্ষা দফতর মারফত ই-মেল এসেছে বৈঠকে যোগ দেওয়ার জন্য। অবশ্যই আমরা যাব। নিয়ম মেনেই তো বৈঠক ডাকা হয়েছে।’’
advertisement
রাজভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে রাজ্যপাল পরিচিত হতে চাইবেন এই বৈঠকে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই।এখনও পর্যন্ত রাজ্যের ৫ বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন। সার্চ কমিটির মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য ফের তৎপরতা শুরু করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য ইতিমধ্যে সার্চ কমিটি গঠনও হয়েছে। রাজভবন সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্যও সার্চ কমিটির সুপারিশ করা সদস্যদের সঙ্গে রাজ্যপাল বৈঠক করতে চান। ইতিমধ্যেই এই বিষয় সম্পর্কে উচ্চ শিক্ষা দফতরকে অবহিত করা হয়েছে।
advertisement
কমিটির তরফে যাদের যাদের নাম মনোনীত করা হবে উপাচার্যের জন্য তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করতে পারেন রাজ্যের নয়া রাজ্যপাল। যদিও এই বিষয় নিয়ে এখনও কোনও আপত্তি করেনি রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সাম্প্রতিক সময় উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির কাজকর্ম নিয়ে বারে বারে রাজ্য - রাজভবন সংঘাতে জড়িয়ে পড়ার পর রাজ্যের নয়া রাজ্যপাল দায়িত্ব নেওয়ার দু’মাসের মধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠক নিয়ে বিশেষভাবে আলোচনাও শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন রাজ্যের নয়া রাজ্যপাল। একাধিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কর্মসূচির প্রশংসাও করতে দেখা গিয়েছে সিভি আনন্দ বোসকে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
আজ নজরে রাজভবনের বৈঠক, উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল, থাকবেন শিক্ষামন্ত্রীও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement